Asani : আসানসোলে খোলা হল কন্ট্রোল রুম, তৈরি কুইক রেসপন্স টিম, সমস্ত পুরকর্মীদের ছুটি বাতিল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : ( Asansol News Today ) ঘূর্ণিঝড় ” অশনি “র জন্য আবহাওয়া দফতরের বৃষ্টির সতর্কতার পরিপ্রেক্ষিতে আসানসোল পুরনিগম ও পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দপ্তর সতর্ক রয়েছে। সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় করে সতর্কতা বাড়ানোর জন্য সরকারি নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন রিলিফ টিম গঠন করা হয়েছে।
আসানসোল পুরনিগমের কমিশনার তথা আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার ( ADDA) সিইও নীতিন সিঙ্গানিয়া বলেন, আসানসোল পুরনিগম সদা সতর্ক রয়েছে। এরই মধ্যে ইলেকট্রিক ব্যবস্থা দেখার জন্য বিশেষ টিম গঠন করা হয়। যারা পুর এলাকায় বৈদ্যুতিক খুঁটি ও তারের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করেছে ও সতর্ক রয়েছে । WBSEDCL বা রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের আসানসোল ডিভিশনের সঙ্গে যোগাযোগ রেখে সমন্বয় করা হয়েছে । জরুরী পরিস্থিতিতে স্ট্রিট লাইট ও পিলার মেরামত করতে টিম তৎপর থাকবে। জল সরবরাহ টিম ( Water Supply team) এই সময়ের মধ্যে পর্যাপ্ত পানীয় জল সরবরাহ ব্যবস্থাপনার উপরে জোর দেবে। স্যানিটেশন টিম হাইড্রেন পরিষ্কারের কাজ দ্রুততার সঙ্গে করছে, যাতে বৃষ্টির জল কোথাও জমে না থাকে। বিভিন্ন এলাকায় আগাম সতর্কতা হিসেবে গাছের ডাল ছেঁটে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।
আরো জানা গেছে,ডিজাস্টার রিলিফ টিম (Disaster Relief Team) ত্রাণ শিবির চিহ্নিত করছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। যাতে প্রয়োজনে মানুষকে নিরাপদ স্থানে রাখা যায়। ওইসব ত্রাণ শিবিরের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। পিএইচইকে পানীয় জলের পাউচ সরবরাহ করার নির্দেশ দেওয়া হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী সরবরাহের দিকে নজর দেওয়া হচ্ছে। আসানসোল পুরনিগমের প্রতিটি বোরোতে কুইক রেসপন্স টিম (QRT) গঠন, সমস্ত পুরকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।
কমিশনার বলেন, গোটা পরিস্থিতির নজরদারি ও পদক্ষেপ নেওয়ার জন্য একটি 24×7 কন্ট্রোল রুম করা হয়েছে। যেসব এলাকায় জল জমতে দেখা যায়, সেসব এলাকায় সোমবার থেকে মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। বিল্ডিং প্ল্যান টিম জরাজীর্ণ বিল্ডিংগুলি চিহ্নিত করবে এবং প্রয়োজনে সেখান থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেবে। স্বাস্থ্য টিম ( Health Team) চিকিৎসা ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে। যাতে জরুরী পরিস্থিতিতে মানুষকে যেমন সাহায্য করা হয়, তেমনি টিকাকরণেও ব্যাঘাত না ঘটে। ট্রাফিক সমস্যায় জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আঞ্চলিক টিম গঠন করা হয়েছে। অশনি মোকাবিলায় প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে ।
জেলার প্রশাসনের তরফে জেলার ব্লক গুলিতে নজর রাখা হয়েছে। বিডিওদের সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গতঃ, অশনির প্রভাব তেমনভাবে পশ্চিম বর্ধমান জেলাতে সোমবার বিকেল পর্যন্ত দেখা যায় নি। গত দুদিনে তেমন বৃষ্টিও হয়নি। তবে ঝড়ো হাওয়া ও আকাশে মেঘের আনাগোনায় আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হয়েছে। তাপমাত্রা এক ঝটকায় ৩৫ ডিগ্রির নিচে নেমে গেছে।