বই মেলায় সাইবার ক্রাইম নিয়ে মানুষজনকে সচেতন করতে রূপনারায়নপুর পুলিশ ফাঁড়ির বিশেষ উদ্যোগ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত সালানপুর থানার রূপনারায়নপুর পুলিশ ফাঁড়ির উদ্যোগে সাইবার ক্রাইম নিয়ে মানুষজনকে সচেতন করার জন্য রূপনারায়ণপুর বইমেলা প্রাঙ্গনে আজ ৯ মে মঙ্গলবার একটি সাইবার ক্রাইম সচেতনতা সেমিনারের আয়োজন করা হয় । যেখানে মুখ্য রূপে উপস্থিত ছিলেন আসানসোল সাইবার ক্রাইম থানার পক্ষে প্রিয়তোষ মাজি এবং প্রাণকৃষ্ণ প্রামানিক এছাড়াও এসিপি ( পশ্চিম ) সুকান্ত ব্যানার্জি , সালানপুর থানার ইন্সপেক্টর ইনচার্জ অমিত কুমার হাটি , রূপনারায়ণপুর ফাঁড়ির ওসি রাহুল দেব মন্ডল ।এই অনুষ্ঠানটি বিশেষভাবে সঞ্চালনা করেছেন রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ অফিসার রঞ্জিত সরকার ।




এদিন এই সাইবার ক্রাইম সচেতনতা সেমিনারের সাইবার ক্রাইম থানার পক্ষে প্রিয়তোষ মাজি এবং প্রাণকৃষ্ণ প্রামানিক জানান যে আজকাল সকলের হাতেই এনড্রয়েড মোবাইল তাছড়া বেশিরভাগ যুবক যুবতী সহ পুরুষেরাও মোবাইলে ফেসবুল ,উহাটসআপ ও আরো বিভিন্ন ধরনের এপস বের ব্যাবহার করে থাকে ।যার মধ্যে এমন কিছু এপস রয়েছে যেগুলো আপনার জীবনে সংশয় ডেকে আনতে পারে আর তাই সেসকল এপস থেকে নিজেকে দূরে রাখুন । কারন এইসব এপস ব্যাবহার করলে আপনার সকল তথ্য অপরদিকে থাকা হ্যাকারদের কাছে চলে যায় তাছাড়া আপনার মোবাইলে এমন একটি ভিডিও কল আসবে যা আপনি কোন কিছু চিন্তা না করেই সেই কলটি রিসিভ করলেন এবং দেখলেন মাত্রই কয়েক সেকেন্ডের জন্য একটি অশ্লীল ভিডিও ভেসে উঠলো ।
এরপরই আপনার কাছে উল্টো দিকথেকে ফোন আসবে এবং আপনাকে ভয় দেখাবে যে আপনি অশ্লীল ভিডিও দেখেছেন এবং ওই অশ্লীল ভিডিও তৈরিতে জড়িয়ে রয়েছেন । এর থেকে রেহাই দেবার জন্য আপনার কাছে টাকা চাওয়া হবে । কিন্তু কোনভাবেই কেউ যেন একটি টাকাও প্রতারকদের না দেন সেই উপদেশ দিলেন আসানসোল সাইবার ক্রাইম থানার আধিকারিকেরা । তারা বললেন একবার টাকা দেওয়া শুরু করলে কোনভাবেই প্রতারকদের আর থামানো যায় না , কিন্তু টাকা না দিলে প্রতারকেরা কিছুই করতে পারবেনা । তারা বলেন ওই ভিডিও কোনভাবেই ইউটিউব বা ফেসবুকে আপলোড করা যাবে না।ফলে অযথা ভয় পাওয়ার কোন প্রয়োজন নেই ।
এভাবেই সাইবারক্রাইমের বিভিন্ন ধরন নিয়ে খোলাখুলি আলোচনা করলেন তারা । সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় সাইবার ক্রাইম নিয়ে মানুষজনকে সতর্ক করেন এছাড়াও এদিন এসিপি ( পশ্চিম ) সুকান্ত ব্যানার্জি বক্তব্য রাখতে গিয়ে বলেন
আজকাল আমরা ও আমাদের ছেলেমেয়েদের মোবাইলের প্রতি থেকে দিচ্ছি সবসময় মোবাইল গেম, ফেসবুক , হোয়াটসআপ ব্যাবহার করছে তাছড়া আপনার ফোনে এমন কিছু লিঙ্ক আসে সেসকল লিঙ্ক ও হাত দেবেন না কারন সেইসব লিঙ্ক ক্লিক করে মাত্র আপনার একাউন্ট খালিও হয়ে যেতে পারে তাই জেনে বুঝে লিঙ্ক ক্লিক করুন ।