আসানসোল রবীন্দ্র ভবনে মহিলা কাউন্সিলারের কাপড়ে আগুন, ভর্তি হাসপাতালে
বেঙ্গল মিরর, রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ৯ মেঃ ( Asansol News Live Today ) ২৫ শে বৈশাখের সকালে কবি প্রণামের অনুষ্ঠানে আসানসোলের রবীন্দ্র ভবনে অঘটন ঘটলো। কবি মূর্তিতে মাল্যদান করতে গিয়ে প্রদীপের আগুন লাগলো আসানসোল পুরনিগমের বার্ণপুরের ৭৯ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলর সীমা মন্ডলের শাড়িতে। রবীন্দ্র ভবনে সেই সময় থাকা পুর কর্মীরা দৌড়ে আসেন। তারা কোন মতে কাউন্সিলারের কাপড়ের আগুন নিভিয়ে ফেলেন। যদিও ততক্ষণে সেই আগুন কাউন্সিলারের দুটি হাতের নিচের অংশ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় বার্ণপুরের সেল আইএসপি হাসপাতালে। সেখানে তার চিকিৎসা করা হয়। সেখানে তিনি ভর্তি আছেন বলে জানা গেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই ঘটনায় রবীন্দ্র ভবনে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে এই ঘটনার পরেও রবীন্দ্র ভবনের অনুষ্ঠানে কোন ব্যাঘাত ঘটেনি। কবি প্রণামের অনুষ্ঠান পূর্ব ঘোষণা মতোই হয়।
জানা গেছে, আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্যরা দলের কাউন্সিলারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন।
সন্ধ্যায় মেয়র বলেন, কাউন্সিলারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছি। ঠিক আছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন। আমি মঙ্গলবার সকালে তাকে দেখতে যাবো।
আসানসোল পুরনিগমের তরফে বিগত বছর গুলোর মতো এই বছর আসানসোল রবীন্দ্র ভবনে কবিগুরুর স্মরণে সোমবার থেকে দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন সকালে প্রভাতফেরি দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর রবীন্দ্র ভবনের বাইরে পার্কে ও ভেতরে থাকা কবির মূর্তিতে মাল্যদান করা হয়। পরে আসানসোলের পুরনিগমের বার্ণপুরের ৭৯ নং ওয়ার্ডের তৃনমুল কংগ্রেসের কাউন্সিলার সীমা মন্ডল ভেতরের কবি মূর্তিতে মাল্যদান করতে আসেন। সেই সময় মূর্তির সামনে রাখা প্রদীপ থেকে অসাবধানতায় সীমা মন্ডলের শাড়িতে আগুন লেগে যায়। তার সঙ্গে থাকা অন্য মহিলারা চিৎকার করেন। শুনে আশপাশে থাকা পুর কর্মীরা দৌড়ে আসেন ও কোনমতে সেই আগুন নেভান। শাড়ির আগুন কাউন্সিলারের দু হাতে লেগে যায়। তাতে দুটি হাতের নিচের অংশ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে বার্ণপুরের সেল আইএসপি ( ইস্কো) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।