West Burdwan : ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের বৈঠক, বির্পযয় মোকাবিলায় তৈরি করা হচ্ছে ব্লক ও জেলা স্তরের প্ল্যান
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১১ মেঃ( West Burdwan News Today ) পশ্চিম বর্ধমান জেলায় যে কোন ধরনের ডিজাস্টার বা বিপর্যয় মোকাবিলায় তৈরী করা হচ্ছে প্ল্যান। এই প্ল্যান ব্লক ও জেলা দুই স্তর তৈরী করা হবে। বুধবার আসানসোলে আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হলে জেলাশাসক এস অরুণ প্রসাদের উপস্থিতিতে জেলা বা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি বৈঠক হয়। সেই বৈঠকে আলোচনা করে এই প্ল্যান তৈরী করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২০২১ সালে ঘূর্ণিঝড়ের দাপটে একদিনে আসানসোলে সর্বকালীন রেকর্ড বৃষ্টি হয়। সেই বৃষ্টিতে আসানসোল পুরনিগমের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে যায়। বিশেষ করে আসানসোলের রেলপার এলাকা, আসানসোল শহরের একাংশ জলমগ্ন হয়ে পড়ে। জেলার অন্যান্য অঞ্চলেরও সেই বৃষ্টিতে ক্ষতি হয়।
সেই পরিস্থিতি যাতে আর না হয়, তারজন্য আগাম পরিকল্পনা ও হলে কি করে তা মোকাবিলা করা হবে, তারজন্যই ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান তৈরীর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই প্ল্যানে কোন দপ্তরের কি ভূমিকা থাকবে, সেই দপ্তরকে কি কাজ করতে হবে, তা পরিষ্কার করে বলা থাকবে।
এদিনের বৈঠকে জেলাশাসক ছাড়াও অতিরিক্ত জেলাশাসক ডাঃ অভিজিৎ শেভালে, আসানসোলের মহকুমাশাসক অভিজ্ঞান পাঁজা, জেলা ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিক তমোজিৎ চক্রবর্তী, ব্লকের বিডিও, ব্লক ডিজাস্টার আধিকারিক, পুলিশ, স্বাস্থ্য, সেচ, কৃষি, পিএইচই, ডিভিসি সহ সব দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই বৈঠকের পরে অতিরিক্ত জেলাশাসক বলেন, গত বছর আসানসোলে রেকর্ড বৃষ্টি হয়। তাতে অনেক এলাকা জলের তলায় চলে যায়। এবার যাতে তা না হয়, তারজন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিনের বৈঠকে সব দপ্তরের সঙ্গে আলোচনা করে সবকিছু ঠিক করা হয়েছে। ব্লকের ডিজাস্টার ম্যানেজমেন্ট আধিকারিককে একটি প্ল্যান তৈরী করতে বলা হয়েছে। সেই প্ল্যান ধরে জেলায় আরো একটি প্ল্যান তৈরী করা হবে। তিনি আরো বলেন, সাইক্লোন বা যে কোন ধরনের ডিজাস্টারের জন্য একটা কন্ট্রোল রুম ২৪×৭ খোলা হয়। এবারেও তা খোলা হবে। প্রতি সোমবার গোটা বিষয় নিয়ে পর্যালোচনা বৈঠক করা হবে। বিপর্যয় হলে, তা সামাল দেওয়ার জন্য সব দপ্তরের আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল হয়ে যাবে। সবকিছুর নজরদারিতে থাকবেন জেলাশাসক। সব সিদ্ধান্ত তার গোচরে এনে ও তার সঙ্গে আলোচনা করে নেওয়া হবে।