Lions আসানসোল মেগাসিটি এবং আসানসোল সাউথ ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে ট্রাফিক সচেতনতায় হেলমেট বিতরণ
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত / কাজল মিত্র: বৃহস্পতিবার আসানসোলের আশ্রম মোড়ের কাছে লায়ন্স ক্লাব অফ আসানসোল মেগা সিটি এবং আসানসোল সাউথ ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে হেলমেট না পড়ে চলা বাইক চালকদের দেওয়া হল হেলমেট। বাইক চালকদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য এই কর্মসূচি করা হয়। হেলমেট পরে চলার জন্য এবং ট্রাফিক নিয়ম মেনে চলার ব্যাপারে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই ছিল মুখ্য উদ্দেশ্য। অনুষ্ঠানে ৫০টি হেলমেট বিতরণ করা হয়।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/05/IMG-20220512-WA0057-e1652368671720-500x286.jpg)
এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব আসানসোল মেগা সিটির সভাপতি মনোজ সাহা, উত্তম মণ্ডল, সন্তোষ দত্ত, দেবদত্ত প্রসাদ, বীরেন ঘোষ, গৌরীশঙ্কর আগরওয়াল, সতপাল সিং কীর, অনুপম ঘোষাল, আসানসোল দক্ষিণ ট্রাফিক গার্ড ওসি চিন্ময় মণ্ডল, বিশিষ্ট সমাজকর্মী বিনোদ গুপ্ত প্রমুখ। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব নেতা মুকেশ শর্মা। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ট্রাফিক নিয়ম মেনে চলার এবং বিশেষ করে হেলমেট পরার ওপর জোর দেন।
তিনি বলেন, একটি পর্যালোচনায় দেখা গেছে হেলমেট পরে বাইক চালানোর জন্য মারাত্মক দুর্ঘটনা অনেকটাই হ্রাস পেয়েছে । বহু মানুষ অসময়ে প্রাণহানি থেকে বেঁচে গিয়েছেন হেলমেট পরার জন্য । আসানসোল লায়ন্স ক্লাব অফ মেগা সিটির
সদস্যরা সমস্ত পথচারীকে বাইক চালানোর সময় হেলমেট পরার পরামর্শ দিয়েছেন এবং বাইকের পিছনের আরোহীকেও হেলমেট পরার ব্যাপারে পরামর্শ দেন ।