ACCIDENT ON NH: নিজের মেয়ের জন্য পাত্র দেখতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ যায় মায়ের রাস্তা অবরোধ করে স্থানীয়রা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি/রাজা বন্দোপাধ্যায়,, রানীগঞ্জঃ রবিবার দুপুরে নিজের মেয়ের জন্য পাত্র দেখতে এসে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বছর 45 এর একাদশী গোস্বামী নামের চিত্তরঞ্জনের এক মহিলার। আহত হলেন তার সঙ্গে থাকা বছর 55 অনিল দাস নামে আরও এক ব্যক্তি। দু’জনকেই স্থানীয়রা পুলিশের সহায়তায় উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠালে জেলা হাসপাতালে আদুরী গোস্বামী কে মৃত বলে ঘোষণা করে, সেখানেই গুরুতর আহত অনিল দাস কে ভর্তি করা হয় আসানসোল জেলা হাসপাতালে। ঘটনা প্রসঙ্গে জানা যায় চিত্তরঞ্জন থেকে আদরি গোস্বামী তার মেয়ের জন্য তার মেয়ের মেসোমশাই কে সঙ্গে নিয়েS বেঞালী ব্রাহ্মণপাড়ায় পাত্র দেখে বাড়ি ফিরে যাচ্ছিলেন । মোটর বাইকে করে তারা রাস্তা পারাপার করার সময় এক সুইফট ডিজায়ার গাড়ি দ্রুতগতিতে আসানসোল অভিমুখে যাওয়ার সময় বাইকের চেপে থাকা ওই দুজনকে ধাক্কা মারলে, ওই ব্যক্তি ও মহিলা দুজনই ছিটকে পড়ে বাইক থেকে, পরে সুইট গাড়িটি মহিলাকে চাপা দিয়ে দ্রুত গতিতে আসানসোল অভিমুখে রওনা দিলে ওই গাড়িটিকে নিজ্ঞা মোড়ের কাছে পুলিশ এক ব্যক্তি সহ আটক করে।




এদিকে এই দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই বেঞালী অঞ্চলের বাসিন্দা রাস্তার মাঝে থাকা ডিভাইডার তুলে নেওয়ার দাবি করে বিক্ষোভ দেখাতে থাকে তারা এদিন জে কে নগর মোড় সংলগ্ন এলাকার দুই নম্বর জাতীয় সড়কে প্রায় কুড়ি 22 মিনিট জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বিক্ষোভকারীদের দাবি রাস্তার উপরে যে সকল ট্রাফিক গার্ড দের রাস্তায় নজরদারি করা দরকার সেরূপভাবে নজরদারি করে না ট্রাফিকের দায়িত্বে থাকা সিভিক ভলেন্টিয়ার এর ফলে হামেশাই দুর্ঘটনার ঘটনা ঘটতে থাকে , সেই বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে যাতে এলাকার ট্রাফিক ব্যবস্থা কে মজবুত করা হয়, সে দাবি করে তারা বিক্ষোভ দেখায়, পরে ট্রাফিক পুলিশের এসিপি প্রদীপ মণ্ডল ও জামুরিয়া থানা রানীগঞ্জ থানার পুলিশ, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। তারা স্থানীয়দের আশ্বস্ত করে কিভাবে ট্রাফিক ব্যবস্থা করা যায় সে বিষয়ে তারা নজর রাখছেন প্রয়োজনে যারা ট্রাফিকের দায়িত্বে রয়েছে তারা নিজেদের কাজে গাফিলতি করছে এই বিষয়ে লক্ষ্য করলে তার ছবি তুলে পুলিশ আধিকারিকদের পাঠানোর কথা জানান তারা। এরপরই পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ তুলে নেয়।
