কালবৈশাখীর দাপটে ক্ষতি, দুর্গতদের পাশে দাঁড়ালেন বিধায়ক
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, দুর্গাপুর: মঙ্গলবার কালবৈশাখীর দাপটে ক্ষতিগ্রস্ত দুর্গাপুর ফরিদপুর ব্লকে প্রতাপপুর গ্রাম । দুর্গতদের পাশে দাঁড়ালেন বিধায়ক । প্রতাপপুর গ্রামের মঙ্গলবার ঘূর্ণিঝড়ের কারণে উড়ে যায় বেশকিছু মাটির বাড়ির টালির ও টিনের ছাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ।পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখার্জী ও তৃণমূলের আরো অন্যান্য নেতৃবৃন্দ।




ঘটনাস্থলে পৌঁছে ঝড়ে বিপর্যস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন বিধায়ক। ব্যবস্থা করা হলো ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর যথোপযুক্ত ক্ষতিপূরণ ও ত্রাণের । স্থানীয় সূত্রে জানা যায় কিছু মানুষের বাড়ির চাল উড়ে গিয়ে পুকুরে পড়ে যায়।এবং বেশ কিছু ইলেকট্রিকের পোল পড়ে যায় এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ওই গ্রামের । ঘটনা প্রসঙ্গে বিধায়ক জানান, প্রশাসন অতি দ্রুততার সাথে কাজ করছেন।
এই কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে থাকা আমার কর্তব্য। যে মানুষ পুলিশ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের যথোপযুক্ত সারাইয়ের ব্যবস্থা করা হবে প্রশাসনের পক্ষ থেকে।এবং বিধায়ক তহবিল থেকে ত্রাণের ব্যবস্থা এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে ।ভবিষ্যতে কোনো সাহায্যের প্রয়োজন হলে এই মানুষগুলির পাশে আমরা অবশ্যই দাঁড়াব ।