ASANSOLRANIGANJ-JAMURIA

শ্রীপূর নাজিরপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের

বেঙ্গল মিরর,চরণ মুখার্জী, রাজা বন্দ্য়োপাধ্য়ায় ঃ  জামুড়িয়া থানা এলাকার শ্রীপূর নাজিরপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হলো সাফদর  আনসারী উর্ফে বাবন  আনসারী নামে এক যুবকের। গুলি মারার অভিযোগ তার নিজের দাদার বিরুদ্ধে। ঘটনার পর অভিযুক্ত হায়দার আনসারী পলাতক বলে জানা গিয়েছে।

Photo by Skitterphoto on Pexels.com

সাফদর কে গুলিবিদ্ধ অবস্থায় জেলা হাসপাতালে আনা গলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকে ও পিঠে গুলি লেগেছে । ঘটনার সুত্রপাত পারিবারিক বিবাদের জন্য । এ মৃত যুবকের মা অভিযোগ করেন ছোট ভাই শেখ বাবন আনসারী কে গুলি চালিয়েছে সেজো ভাই শেখ হায়দার আনসারি বলে অভিযোগ।  ঘটনার তদন্তে নেমেছে জামুরিয়া থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *