RANIGANJ-JAMURIA

জামুড়িয়া থানার পুলিশ 40 টন অবৈধ কয়লা উদ্ধার করল

বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, জামুড়িয়া : জামুড়িয়ার এক জঙ্গলে মাঝে হূর্মাডাঙ্গা অঞ্চলে অবৈধভাবে লুকনো ছিল প্রায় 40 টন কয়লা। বৃহস্পতিবার এই খবর পুলিশ প্রশাসনের কাছে যাওয়ার পরই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর জামুরিয়া থানার পুলিশ, দুপুরে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ কয়লা উদ্ধার করল । এর আগেও একাধিক সময় গাড়ি , সাইকেলে মোটর বাইকে কয়লা পাচারের আগে সেই কয়লা উদ্ধার করা হয়েছে জামুড়িয়া থানা পুলিশের তরফ থেকে ।

জামুরিয়া থানার পক্ষ থেকে এনিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয় লক্ষ্য করা গেছে বিভিন্ন ভাবে এরপর চলছে লুকিয়ে-চুরিয়ে কয়লা চুরি। পুলিশ এবার সেই বিষয়ে লক্ষ্য করে বিশেষ সূত্রে খবর পেয়ে অতর্কিতে অভিযানে না। বৃহস্পতিবার সকাল থেকেই অবৈধ কয়লার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো শুরু হয়। । শেষমেষ জামুড়িয়ার 1 নম্বর ব্লক এলাকার শেখপুর মাঝিপাড়া পেছনে হূর্মাডাঙ্গা অঞ্চলে এক কারখানার পিছন থেকে অবৈধ কয়লা উদ্ধার করা হয় । পুলিশ সূত্রের খবর উদ্ধার হওয়া কয়লার পরিমাণপ্রায় 40 টন । কে বা কারা এই অবৈধ কয়লা সঙ্গে জড়িত তা নিয়ে তদন্ত শুরু করেছে জামুড়িয়া থানা পুলিশ ।

read also : রাণীগঞ্জে গোষ্ঠীর নামে 27 লক্ষ টাকা আত্মসাত, অবিলম্বে টাকা ফেরত দেওয়ার দাবি, হুঁশিয়ারি সুরে সরব হলেন বাম শ্রমিক সংগঠনের নেতা

read also : স্কুলে পড়ুয়ার শ্লীলতাহানিতে দোষী সাব্যস্ত, জামুড়িয়া হাইস্কুলের লাইব্রেরিয়ানের পকসো আইনে তিন বছরের কারাদণ্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *