ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

আসানসোলে স্থায়ীভাবে থেকেই আমি এলাকার উন্নয়নের কাজ করতে চাই : সাংসদ শত্রুঘ্ন সিনহা

সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সাংসদ শত্রুঘ্ন সিনহার সম্বর্ধনা সভা

বেঙ্গল মিরর,  কাজল মিত্র :– ( Asansol News Today ) মাত্র কয়েক মাস আগেই আসানসোল লোকসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা( MP Shatrughan Sinha )।আর এই নবনির্বাচিত সাংসদ কে অভিনন্দন জানাতে বৃহস্পতিবার বারাবনি বিধানসভার সালানপুর ব্লক তৃণমূল এর পক্ষ থেকে হিন্দুস্থান কেবলস স্থিত শ্রমিক মঞ্চে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়।এই সভায় সংসদ শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়,ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ, জেলাপরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, জেলাপরিষদ সদস্য কৈলাশপতি মন্ডল, সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি ,বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি ,সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক বিজয় সিং ওরফে ভোলা সিং,সমিতির সহসভাপতি বিদ্যুৎ মিশ্র,হিন্দুস্তান কেবলস পুনর্বাসন কমিটির সম্পাদক সুভাষ মহাজনসহ অন্যরা ।

এদিনের এই সংবর্ধনা সভায় সালানপুর ব্লকের 11 টি পঞ্চায়েতের তরফে ও বিভিন্ন সংঠন এর তরফে সাংসদ শত্রুঘ্ন সিনহা মহাশয় কে পুষ্পস্তবক ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন । আসানসোল মেয়র বিধান উপাধ্যায় জানান যে আমরা এমন একজন সংসদ কে পেয়েছি যাকে বাড়ির একজন মনে করি ।এখানকার নেতা থেকে কর্মীরা সকলেই দাদাকে পেয়ে আসানসোল লোকসভার মানুষ খুশি ।এখানকার মানুষ 38 বছর পর এই প্রথম তৃণমূলের একজন সংসদ পেয়েছি ।আমরা খুবই ভাগ্যবান যে যার হাত থেকে এই আসানসোল এর লোকসভা সিট পেয়েছি ।আমাদের আসা আসানসোল সহ বারাবনি বিধানসভার কর্মীদের অনেকে কষ্টের ফল আর তাই 2024 এর নির্বাচন এর ফলাফল তৃণমূলের ঝুলিতে থাকবে ।


একই সাথে উপস্থিত সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন তিনি যেদিন প্রার্থী হিসাবে প্রথম আসানসোলে আসেন সেদিন এই আসানসোল সহ সমস্ত সালানপুর ও বারাবনির মানুষ আমাকে যেভাবে স্বাগত জানিয়েছিল তাতে আমি অভিভূত হয়েছিলাম।ভোটের প্রচারে যে প্রান্তে গিয়েছি সেখানেই মানুষের ভালোবাসা আর সমর্থন পেয়েছি।এখনকার ভোটাররা আমাকে তাদের ভালবাসা দিয়ে রেকর্ড ভোটে জিতিয়ে সংসদে পাঠিয়েছে।আমি আসানসোলে অতিথি হিসাবে নয় আসানসোলে স্থায়ীভাবে থেকেই আমি এলাকার উন্নয়নের কাজ করতে চাই ।
রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা দিদি আমাকে পাঠিয়েছেন আসানসোল এর উন্নয়ন এর জন্যে আর তাই এই আসানসোল কে আমি নিজের শহর মনে করি ।আর তাই আমি ঠিক করেছি এবার থেকে বেশিরভাগ সময় আমি এই আসানসোলকে দেব আর দিল্লিতে গিয়ে আসানসোল এর জন্যে উন্নয়ন মূলক কাজ নিয়ে আসব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *