BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে সাংসদ শত্রুঘ্ন সিনহাকে সংবর্ধনা

বেঙ্গল মিরর, কাজল মিত্র :– আসানসোল লোকসভা উপনির্বাচনে রেকর্ড ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা।আর এই নবনির্বাচিত সাংসদ কে অভিনন্দন জানাতে শনিবার বারাবনি ব্লকের জামগ্রাম আঞ্চলিক সভাগারে বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়।এই সভায় সংসদ শত্রুঘ্ন সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায়,ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক,বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ, জেলাপরিষদ কর্মাধ্যক্ষ বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউড়ি , সমিতির সহসভাপতি ।জামগ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব রাউত ,পানুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিংহ সহ অন্যান্য পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানেরা ।

এদিনের এই সংবর্ধনা সভায় বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে সুবিশাল ফুলের মালা প্রিয়
নবনির্বাচিত সংসদ শত্রুঘ্ন প্রসাদ সিনহা মহাশয় কে সংবর্ধনা দেওয়া হয় একই সাথে বারাবনি ব্লক সভাপতি অসিত সিংহ সুদৃঢ মুমেন্টো ও শাল পরিয়ে সন্মর্ধনা জ্ঞাপন করেন ।এছাড়াও এদিনে নবনির্বাচিত আসানসোল মেয়র বিধান উপাধ্যায় ও
ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক মহাশয় কেও শাল ও ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।


এদিনে উপস্থিত অভিজিৎ ঘটক মহাশয় জানান যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এমন একজন সাংসদ কে এখানে পাঠিয়েছেন যিনি একেবারে আমাদের পরিবারের লোকের মত ।আমাদের আসানসোল বাসী এতে খুবই গর্বিত যে যিনি ভাল অভিনেতার সাথে সাথে একজন ভাল রাজনীতিবিদ।এর আগে তিনি পাটনা থেকে লোকসভার সদস্য (2009-2014, 2014-2019) নির্বাচিত হয়েছিলেন। এছাড়াও তিনি 1996-2002 এবং 2002-2008-এ সংসদ সদস্য, রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ও নৌপরিবহন মন্ত্রী ছিলেন। তিনি 2014 থেকে 2019 সাল পর্যন্ত পরিবহন, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এবং পররাষ্ট্র ও বিদেশী ভারতীয় বিষয়ক মন্ত্রকের পরামর্শক কমিটির সদস্য ছিলেন।
তাই রাজনীতি সম্বন্ধে বিশেষ অভিজ্ঞতা রয়েছে ।


এদিন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় জানান এখানকার মানুষ 38 বছর পর এই প্রথম তৃণমূলের একজন সংসদ পেয়েছে ।আমরা খুবই ভাগ্যবান যে যার হাত থেকে এই আসানসোল এর লোকসভা সিট পেয়েছি ।আমাদের আসা আসানসোল সহ বারাবনি বিধানসভার কর্মীদের অনেকে কষ্টের ফল আর তাই 2024 এর নির্বাচন এর ফলাফল তৃণমূলের ঝুলিতে থাকবে ।


একই সাথে উপস্থিত সাংসদ শত্রুঘ্ন সিনহা বলেন তিনি যখন এই অঞ্চলে প্রচারে এসেছিলেন তখন যেভাবে মানুষের ভালবাসা পেয়েছিল তার থেকে আজ অনেক ভালবাসা মানুষ দিচ্ছে ।তবে তিনি বলেন এইজয় আপনাদের সকলের জয় এই জয় মমতা ব্যানার্জির উন্নয়নের জয় । ভোটে জেতার পরই কিছু কাজে তাকে পাটনা যেতে হয়েছিল কিন্তু তিনি যেসকল এলাকায় প্রচার করতে গিয়েছিলেন সেই সমস্ত এলাকা ঘুরে ঘুরে মানুষকে অভিনন্দন জানাবেন। কারন এই জয় যাদের জন্যে তাদের ভুলে গেলে চলবেনা ।তারাই প্রকৃত সৈনিক।আর তিনি আসানসোল শহরে থেকে কাজ করে যাবেন এই কথা তিনি সকলকে দিয়ে গেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *