BARABANI-SALANPUR-CHITTARANJAN

সালানপুর থানার উদ্যোগে বাল্য বিবাহ বন্ধ করতে নাটকের মধ্যে দিয়ে সচেতনতা শিবির গ্রামে-গ্রামে

বেঙ্গল মিরর, কাজল মিত্র, সালানপুর :- সমাজের বিভিন্ন কুসংস্কার দুরকরতে নাটক বড় ভূমিকা পালন করে আসছে আর তারই ধারাবাহিকতায় এবার আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে এবং সালানপুর থানার ব্যাবস্থাপনায় শনিবার সকাল থেকে সালানপুর ব্লকের বিভিন্ন গ্রামে বাল্য বিবাহ প্রতিরোধ করতে পথ নাটকের মধ্য দিয়ে গ্রামীন মানুষকে সচেতন করার কর্মসূচি নেওয়া হয় ।এই পথ নাটক গুলি “এটা কি ঠিক” কও কথা কলকাতা টিমের পরিচালনায়
এথোড়া ,সিধাবাড়ি,সামডি,
অরবিন্দ নগর,সহ কিছু স্থানে এই বাল্যবিবাহ প্রতিরোধ করতে সচেতনতা মূলক পথ নাটক করা হলো।

গ্রামীন জনগণকে সচেতন করা ও মানুষের সামাজিক অভ্যাস আচরণ পরিবর্তন করার জন্যে এই নাটক পরিবেশন করা হয়।
এই নাটকের মধ্যে দিয়ে হাত ধোয়া,শিশুবিবাহ কুফল, প্রতিরোধ এর উপায় ,ইফটিজিং এর বিরুদ্ধে প্রতিরোধ,ও শিশু শ্রম রোধে উপায়ের সম্পর্কে নাটক তুলে ধরা হয়।
পথ নাটকের মধ্য দিয়ে বার্তা দেওয়া হয় নাবালিকা মেয়দের বিয়ে দিলে মেয়েদের শরীরে কত রকমের অসুবিধা হতে পারে,মেয়েদের পড়াশুনা করিয়ে তাদের নিজের পায়ে দাঁড় করানো উচিত।তাছাড়া বাল্যবিবাহ হচ্ছে আইনত অপরাধ সেই সব নাটকের মধ্যে তুলে ধরা হয়।


এলাকার শতাধিক নারী পুরুষ ,কিশোর কিশোরী নাটক গুলো উপভোগ করেন।
এদিনের এই পথ নাটক প্রদর্শনী মূলক সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি,কল্যানেশ্বরী ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল সাহা , রূপনারায়নপুর পুলিশ রঞ্জিত সরকার,সামডি ক্যাম্প ইনচার্জ দীপক মন্ডল,
সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *