Bengali NewsRANIGANJ-JAMURIA

Raniganj : পুলিশের সহায়তায় ক্রেনের সাহায্যে উদ্ধার করা হলো ষাঁড়কে

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ: শেষমেষ পুলিশের সহায়তায় উদ্ধার করা হলো ক্রেনের সাহায্যে খ্যাপা ষাঁড় কে, লাগাতার তিন দিন তিন ব্যক্তিকে গুরুতরভাবে আহত করার পর পুলিশ প্রশাসনের কাছে এই বিষয়ে অভিযোগ জানানোর পরে রানীগঞ্জের পশুপ্রেমী সংস্থা ভয়েস লেসের সদস্যরা পুলিশ প্রশাসনের সহায়তায় তিনদিন ধরে লাগাতার প্রচেষ্টার পর শনিবার ভোরের দিকে জঙ্গলের পাশেই সংজ্ঞাহীন অবস্থায় থাকা ষাঁড় টিকে উদ্ধার করে পুলিশ ও পশুপ্রেমী সংস্থার সদস্যরা।

উল্লেখ্য এই মাসের মধ্যে প্রায় কুড়ি জনকে অল্পবিস্তর আহত করেছে এই ষাঁড় , এবার গুরুতরভাবে তিন জনকে আহত করার পর পুলিশ প্রশাসন রানীগঞ্জের পশুপ্রেমী সংস্থা ভয়েস লেসের সদস্যদের সঙ্গে সংজ্ঞাহীন করে ওই ষাঁড়টিকে পেন এর সাহায্যে উদ্ধার করল। এ দিনই তাকে আসানসোলের ধ্যান ফাউন্ডেশনে হাতে তুলে দিলো তারা। জানা গেছে এই সমস্ত একটি এনজিও সংস্থা যার মাধ্যমে অনাথ পশুদের শুশ্রূষা করা হয়। তারাই আগামীতে ওই পশুটির শুশ্রূষা করবে বলে জানা গেছে।

Leave a Reply