কল্যানেশ্বরী অঞ্চলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর এটিএম এর শিল্যান্যাস করলেন জেলাশাসক ও মেয়র
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-পশ্চিম বর্ধমান জেলার একমাত্র পর্যটন কেন্দ্র নামে মাইথন ও কল্যানেশ্বরী মন্দিরের নাম প্রথম আসে ।বহু দূর দূরান্ত থেকে পর্যটক এখানে ঘুরতে আসে কিন্তু এই স্থানে কোন স্থায়ী ব্যাংক বা এটিএম নাথাকার কারনে স্থানীয় মানুষদের সাথে সাথে আগত সকল পর্যটক দের টাকা তুলতে গিয়ে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হয়। যার কারনে এই অঞ্চলের মানুষের বহুদিনওর চাহিদা ছিল একটি স্থায়ী ব্যাংক কিংবা এটিএম পরিষেবা চালু করার । যার অবসান ঘটল শনিবার।
এদিন সালানপুর ব্লকের দেন্দুয়া পঞ্চায়েতের কল্যানেশ্বরী থেকে মাইথন জলাধার যাবার মাঝেই হোটেল আশা রিসোর্ট এর সামনে একটি নতুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর এটিএম মেশিন বসানোর যুগ্ম ভাবে শিল্যান্যাস করলেন বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় ও জেলাশাসক শ্রী অরুণ প্রসাদ।এই মেশিন বসানোর ফলে ব্যস্ততম মন্দির চত্বর বা এই পর্যটন কেন্দ্র আসা অসংখ্য মানুষ উপকৃত হবেন বলে জানিয়েছেন মেয়র বিধান উপাধ্যায় মহাশয়। মেয়রের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন,জেলার কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,কল্যানেশ্বরী হোটেল এসোসিয়েশনের সভাপতি মনোজ তেওয়ারী, সহ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক দুর্গাপুর শাখা এর ডিজিএম শিবানন্দ ভাঁজা সহ ব্লক আধিকারিক রাজেশ নাগ সহ
আরো উচ্চ আধিকারিক গন ।