ASANSOL

আসানসোলে সাঁওতাল ফিল্ম ফেস্টিভ্যাল শিল্পীদের হাতে স্মারক তুলে দিলেন সাংসদ

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২২ মেঃ ( Asansol News Today ) আসানসোলে সাঁওতালি ভাষায় একাধিক সিনেমা অংশ নেওয়া শিল্পীদের সম্বর্ধনা ও সম্মান জানানোর জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । রবিবার আসানসোল রবীন্দ্র ভবনে হওয়া ” সাঁওতাল ফিল্ম ফেস্টিভ্যাল” নামে অনুষ্ঠানের উদ্যোক্তা অল ইন্ডিয়া সাঁওতাল পিকচার্স এ্যাসোসিয়েশন ( AISPA) । এই অনুষ্ঠানে উপস্থিত থেকে উদ্যোক্তাদের তরফে শিল্পীদের স্মারক তুলে দেন আসানসোলের সাংসদ বর্ষীয়ান বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়।
রবিবারের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, কাউন্সিলর গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়, প্রবোধ রায় ওরফে ক্যাপ্টেন সহ অন্যান্যরা।


অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহা বলেন, সাঁওতালি ভাষার মতো এমন যেসব প্রচলিত ভাষা আছে সেইসব ভাষায় যারা ছবি বা চলচ্চিত্র করেন কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের উচিত তাদের আলাদা করে আর্থিকভাবে সহযোগিতা করা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন ভাষাভাষী সংস্কৃতি কর্মীদের নানান ধরনের একাডেমি করে দেওয়া ও চলচ্চিত্র শিল্পীদের জন্য নানান ভাবে সহযোগিতা করছেন। কেন্দ্রীয় সরকার উচিত এদের ছবিগুলো ক্ষেত্রে ট্যাক্স ফ্রি করার ব্যবস্থা করা। কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন আমরা কিন্তু এরকম নীতি-নিয়ম ছিলাম। তিনি আরো বলেন, আমি প্রায় আড়াইশো সিনেমা করেছি। তার মধ্যেই ইংরেজি, গুজরাটির বেশিরভাগ হিন্দি ভাষায় ছিল। এদিনের এই অনুষ্ঠানে শিল্পীদের সাথে আমার পরিচয় এবং তাদের সাংস্কৃতিক কর্মযজ্ঞ দেখে আমি অত্যন্ত খুশি ।কোনও ভাবে ওদের আমি সহযোগিতা করতে পারলে আরো খুশি হব।


এই অনুষ্ঠানেই মন্ত্রী মলয় ঘটক বলেন, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই রাজ্যে সংস্কৃতির সাথে যুক্ত বিভিন্ন ধরনের কর্মী, নানান ধরনের শিল্পীদের নানানভাবে সরকার সহযোগিতা করছেন। আসানসোলের সঙ্গে সাঁওতালি সিনেমার যে সম্পর্ক আছে সেটা সদ্য ভোটের প্রচারে দেখা গেছে। মন্ত্রী বীর বাহা হাঁসদা এসেছিলেন। তিনি বলেছিলেন একটি সাঁওতালি ছবির শ্যুটিং করতে তিনি আসানসোলে এসেছিলেন। আমি এইসব শিল্পী, পরিচালক, প্রযোজকদের বলবো তাদের কোনো সহযোগিতা শুটিংয়ের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে দরকার হলে আমরা অবশ্যই পাশে থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *