কুলটি থানার উদ্যোগে রক্তদান শিবির, উপস্থিত DC অভিষেক মোদি
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-রাজ্য পুলিশ প্রশাসনের নির্দেশে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে ADCPর সমস্ত থানায় থানায় চলছে রক্তদান শিবির। আর সেই মতই সোমবার সকালে কুলটি ক্লাবে কুলটি থানা পুলিশের উদ্যোগে উৎসর্গ স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
যেখানে মূখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের DC পশ্চিম অভিষেক মোদি , সঙ্গে কুলটি থানার ভারপ্রাপ্ত আধিকারিক কৃষ্ণেন্দু দত্ত , রক্তদান এই সক্রিয় কর্মী প্রবীর ধরতাছাড়া কুলটি থানার সমস্ত ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার ও অনন্য পুলিশ আধিকারিকগন ।এই শিবিরে বহু স্বেচ্ছায় শিবির সংগঠন এর সাথে সাথে থানার মহিলা পুরুষ কর্মীরাও রক্ত দান করেন ।