ASANSOLKULTI-BARAKAR

লছিপুরের চবকা যৌনপল্লীতে যৌনকর্মীদের রাজ্যের সমস্ত প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে বিশেষ শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, কাজল মিত্র – ( Special Camp at red light area )পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত লছিপুরের চবকা দূর্বার মহিলা সমিতির যৌনকর্মীদের সুবিধার্থের এক বিশেষ শিবিরের আয়োজন করা হলো মঙ্গলবারে। এই শিবিরের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যথা লক্ষীর ভান্ডার এবং স্বাস্থ্য সাথী কার্ড সঙ্গে রেশন কার্ড , আধার কার্ড,ব্যাংক অ্যাকাউন্ট,আধার কার্ড লিঙ্ক , আধারের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক সহ একাধিক প্রকল্পের শিবিরের আয়োজন করা হয়েছে

যাতে এলাকার যৌনকর্মীদের বিশেষ সুবিধার মাধ্যমে এসব কার্ড করে দেওয়ার শিবির করা হয়েছে । আজকের এই শিবিরে মুখ্য রূপে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার ADM ডেভলপমেন্ট সঞ্জয় পাল , সঙ্গে স্থানীয় কাউন্সিলর জাকির হুসেন ₹,প্রাক্তন কাউন্সিলর মীর হাসিম তাছাড়া আসানসোল পৌর নিগমের আধিকারিকগন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *