ASANSOL

আসানসোল পুরনিগমের ১ জন ডেপুটি মেয়র ও ১১ জন MMICর নাম ঘোষণা বিজেপির ! শুরু রাজনৈতিক বিতর্ক

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : ( Asansol Live News Today ) আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের মেয়র শপথ নেওয়ার পরে তিন মাসেরও বেশি সময় পার হয়েছে। এখন পুরনিগমের পূর্ণাঙ্গ পুর বোর্ড গঠিত হয়নি। যার মধ্যে রয়েছে দুজন ডেপুটি মেয়র ও এমএমআই বা মেয়র পারিষদদের শপথ নেওয়া। তৃনমুল কংগ্রেসের তরফে দুজন ডেপুটি মেয়র হিসাবে অভিজিৎ ঘটক ও ওয়াসিমুল হকের নাম গত ফেব্রুয়ারি মাসে মেয়র ও পুর চেয়ারম্যানের সঙ্গে ঘোষণা করা হয়েছিলো। কিন্তু দুজন ডেপুটি মেয়রের নিয়োগ নিয়ে পুর আইনের সংশোধনীতে রাজ্যপাল জগদীপ ধনকড় সই এখনো করেননি। তাই ডেপুটি মেয়র শপথ গ্রহণ করতে পারছেন না। আর সেই কারণেই মেয়র পারিষদ গঠিত হচ্ছে না।

মঙ্গলবার আসানসোল পুরনিগমের চলতি আর্থিক বছরের শেষ ৯ মাসের বাজেট বৈঠক হয় পুর ভবনে। সেই বৈঠক বয়কট করেন ৫ বিজেপি কাউন্সিলর । আর তারপরই এক অদ্ভুত ঘটনা ঘটে। যা, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নজিরবিহীন। তৃনমুল কংগ্রেস এখনও মেয়র পারিষদ সদস্যদের নাম ঘোষণা করতে পারেনি। তাই এদিন বিজেপির তরফে সেই ১১ জন মেয়র পারিষদ সদস্যদের ( ডামি) নাম ঘোষণা করা হয়। যা নিয়ে স্বাভাবিক ভাবেই শাসক ও বিরোধী দলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে।


এদিন দুপুরে আসানসোলে আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র
বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির আবাসনের অফিসে তড়িঘড়ি এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানেই সাংবাদিকদের হাতে ১১ জন এমএমআইসি ও ১ জন ডেপুটি মেয়রের নাম ঘোষণা করা হয়। ছিলেন বিজেপি কাউন্সিলরদের চৈতালি তিওয়ারি সহ অন্য চার কাউন্সিলর গৌরব গুপ্ত, লালন মেহরা, ইন্দ্রাণী আচার্য, সুশান্ত মণ্ডল ।


পরে মেয়র বিধান উপাধ্যায় বিজোপির এই ঘোষণা প্রসঙ্গে বলেন, তারা যা করছেন, ভালোই করছেন। তাদের দল যেমন তারা সেই মতোই কাজ করছেন। সেই মানুষদের আগে নিজেদেরই বলতে হবে যে সেই মানুষেরা কতদিন বিজেপিতে থাকবেন। যদি তৃনমুল কংগ্রেস দরজা খুলে দেয় তাহলে সেই সব লোক তৃণমূলে চলে আসবে।
একইভাবে বিজেপির এই ঘোষণার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন পুর চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়। তিনি বলেন, একটা দল করলেই হয়না। অনেক আইন কানুন জানতে হয়। কিছু কারণ বোর্ড গঠন করা যাচ্ছে না। তার জন্য তো পুর পরিসেবা থেমে নেই।

দেখুন বিজেপির প্রকাশিত তালিকা :

ডেপুটি মেয়র:
উজ্জ্বল চ্যাটার্জী

MMIC
1.অভিজিৎ ঘটক
2.অমিতাভ বসু
3.অশোক রুদ্র
4.মানশ দাস
5.ভোলা হেলা
6.ইন্দ্রাণী চ্যাটার্জি মিশ্র
7.আব্দুল হাউস
8.মিনা কুমারী হাঁসদা

  1. ডা.দেবাশিস সরকার
  2. সঞ্জয় নোনিয়া
    11.রূপেশ যাদব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *