বার্ণপুর ইস্কো কারখানায় আগুন, চাঞ্চল্য, চারটি দমকলের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ২ জুনঃ বার্ণপুর ইস্কো কারখানা বা আইএসপিতে আগুন লাগার ঘটনা ঘটলো। কারখানার কোকওভেন ইউনিটের ১০ নং ব্যাটারিতে বৃহস্পতিবার দুপুরের দিকে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে কারখানার নিজস্ব দুটি দমকলের ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। কিন্তু তারা সেই আগুন নিয়ন্ত্রণ করতে না পারায় আসানসোল থেকে আরো দুটি দমকলের ইঞ্জিন নিয়ে দমকলকর্মীরা ছুটে যান। তারপর আগুন নিয়ন্ত্রণ আসে।




বৃহস্পতিবার দুপুরের এই ঘটনায় বার্ণপুর ইস্কো কারখানায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ইস্কোর মুখ্য জনসংযোগ আধিকারিক অজিত কুমার সিং বলেন, কোক ওভেনের ১০ নং ব্যাটারিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। কিন্তু কোন হতাহতের খবর নেই। কারখানার নিজস্ব দমকল ও আসানসোল থেকে দমকল বাহিনী বেশ কিছুক্ষুনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনেন।
কারখানা সূত্রে আরো জানা গেছে, কোক ওভেনের সেকেন্ডারি কুলিং টাওয়ারের আইডি ফ্যানে এই আগুন লাগে। আগুনে দুটি ফ্যান ও ইলেকট্রিক কেবল পুড়ে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, কি করে এই ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে।