ASANSOL

রাজ্যে প্রশাসনিক স্তরে রদবদল, পুরুলিয়ার জেলাশাসক বদলি, দায়িত্ব আড্ডার চেয়ারম্যান ও পুর কমিশনারের

বেঙ্গল মিরররাজা বন্দোপাধ্যায়, আসানসোল, ২ জুনঃ ( IAS Transfer in West Bengal ) রাজ্য সরকার বৃহস্পতিবার বিকালের পরে বিভিন্ন জেলা প্রশাসনিক স্তরে রদবদল করে। সেই তালিকায় রয়েছেন পুরুলিয়ার ডিএম বা জেলাশাসক রাহুল মজুমদার। দুদিন আগেই পুরুলিয়ার জেলাশাসক রাহুল মজুমদার (ডব্লিউবিসিএস) কে পুরুলিয়ায় একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিরস্কার করেছিলেন। তাকে এদিন DM বা জেলাশাসক থেকে সরিয়ে আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের কমিশনার এবং আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা ADDA-এর CEO নিযুক্ত করা হয়েছে।


অন্যদিকে আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের কমিশনার এবং ADDA-এর সিইও নীতিন সিঙ্গানিয়াকে মালদা জেলার ডিএম করা হয়েছে। উল্লেখ্য যে তার নেতৃত্বে আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন ও আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ অনেক প্রশংসনীয় কাজ করেছে।
এদিন মোট ২৪ জনকে রাজ্য সরকার বদলি করেছে। তারমধ্যে ২১ জন আইএএস ও ৩ জন ডব্লুবিসিএস পদমর্যাদার অফিসার আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *