আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট পক্ষ থেকে কৃতী ছাত্রী অনন্যা দাশগুপ্ত কে সম্বর্ধনা
বেঙ্গল মিরর, চরণ মুখার্জি , রানীগঞ্জ: শুক্রবার সন্ধ্যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও রানীগঞ্জ থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিকে তৃতীয় স্থান অধিকার করা সফল কৃতী ছাত্রী অনন্যা দাশগুপ্ত কে সম্বর্ধনা প্রদান করতে হাজির হলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ডি.সি.পি সেন্ট্রাল জোন আইপিএস ডক্টর কুলদীপ শোনাবে সুরেশ, তার সাথেই উপস্থিত হয়ে ছাত্রীকে সম্বর্ধিত করেন এসিপি সেন্ট্রাল টু তথাগত পান্ডে ও রানীগঞ্জ থানার এ.এস.আই. শিশির ঘোষ।
শুক্রবার সন্ধ্যায় তারা ওই ছাত্রীর বাড়ির সদস্যদের মাঝে উপস্থিত হয়ে তাকে অসংখ্য উপহার সামগ্রী প্রদান করার সাথে তার আগামী দিনের শিক্ষা ব্যবস্থা প্রসঙ্গে জেনে নেন, কিভাবে আরো সফল হয়ে পড়াশোনা করা সম্ভব হবে তা নিয়েও আলোকপাত করেন তারা। ছাত্রীর আগামীতে ইঞ্জিনিয়ার হওয়ার বিষয় প্রসঙ্গ নিয়েও আলোচনা করেন উচ্চপদস্থ আধিকারিকেরা।
এদিন আইপিএস কুলদীপ শোনাবে সুরেশ, তার বক্তব্যে জানিয়েছেন উচ্চ শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র পড়াশোনার করার ইচ্ছে শক্তি প্রয়োজন, এর জন্য কোন বিশেষ মাধ্যমে স্কুলে পড়াশোনা করলেই যে আপনি সফল হবেন তা কিন্তু নয়, প্রচন্ড দৃঢ়তা ইচ্ছাশক্তি থাকলে যে কোন মাধ্যম স্কুলে পড়াশোনা করে সফল হতে পারবেন আপনি, এক্ষেত্রে তিনি নিজের উদাহরণ টেনে জানান তিনি মারাঠি স্কুলে পঠনপাঠন করেছেন চিকিৎসা স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করেছেন, পরবর্তীতে তিনি প্রশাসনিক ক্ষেত্রে পঠন-পাঠন করে পুলিশ প্রশাসনের পদে নিযুক্ত হয়েছেন তাই ইচ্ছে শক্তি থাকলে যেকোনো মাধ্যমেই পড়াশোনা করুন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন নিশ্চয়ই, বলেই জানালেন ওই আইপিএস অফিসার।