ASANSOLRANIGANJ-JAMURIA

রানিগঞ্জ স্টেশন সংলগ্ন বেআইনি দখলে থাকা রেলের জমি এলাকা পরিদর্শনে আসানসোলের ডিআরএম

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম পরমানন্দ শর্মা শনিবার রানিগঞ্জ স্টেশনের আশপাশে দখল হয়ে থাকা রেলের এলাকা পরিদর্শন করেন। উল্লেখ্য, সম্প্রতি রেল রানিগঞ্জ এলাকায় বার্ন স্ট্যান্ডার্ড অধিগ্রহণ করেছে। সেই কারণে সেই এলাকায় রেলের জমি দখলকারীদের জমি খালি করার নোটিশ দেওয়া শুরু করেছে রেল।
এদিন রেলের জমি দখলকারীরা এদিন রানিগঞ্জ স্টেশনে ডিআরএমের সঙ্গে দেখা করেন। তাদের মধ্য দখলের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা।

প্রসঙ্গতঃ, পূর্ব রেলের আসানসোল ডিভিশন সুপ্রিম কোর্টের দেওয়া নির্দেশের ভিত্তিতে ডিভিশনের বিভিন্ন জায়গায় দখল হয়ে থাকা রেলের জমি ও আবাসন দখলমুক্ত করার অভিযান চালাচ্ছে। শ্রী চন্দ্র মোহন মিশ্র, আসানসোল ডিভিশনের আরপিএফের সিনিয়র ডিভিশনাল সিকিউরিটি কমিশনার চন্দ্র মোহন মিশ্র, শচীন সুমন, সিনিয়র ডিভিশনাল ইঞ্জিনীয়ার উপস্থিত ছিলেন দখলের থাকা রেলের জমি পরিদর্শনের সময়। এর পাশাপাশি, এদিন ডিআরএম পরমানন্দ শর্মা রানিগঞ্জ স্টেশন পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *