সালানপুর ব্লকের মধ্যে মাধ্যমিকে সেরা হল চিত্তরঞ্জন ডিভি গার্লস স্কুলের ছাত্রী কাকলি হালদার
কাজল মিত্র :- রাজ্যজুড়ে প্রকাশিত হল মাধ্যমিক এর ফলাফল।যার ফলাফল ঘোষণা হবার পরেই ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল উদ্দীপনা ছিল দেখার মত । সালানপুর ব্লকের মধ্যে মাধ্যমিকে সেরা হল চিত্তরঞ্জন ডিভি গার্লস স্কুলের ছাত্রী কাকলি হালদার । কাকলি সালানপুর ব্লকের জেমারী গ্রামের হাটতলা এলাকার বাসিন্দা। তার মোট প্রাপ্ত নম্বর ৬৫৭ যার মধ্যে সমস্ত বিষয়ে তার প্রাপ্ত নম্বর বাংলা ৯৬ ,ইংরাজি ৯০,অঙ্ক ৯৯ ,ভৌতবিজ্ঞান ৯২,জীবন বিজ্ঞান ৯৫ ,ইতিহাস ৯০, ভূগোল ৯৫তার এই ফলাফলে বাড়ির পরিবার সহ এলাকা বাসী সকলেই খুশি ।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/06/IMG-20220603-WA0068-500x262.jpg)
স্থানীয় তৃণমূলের নেতা থেকেঅনেকেই বাড়িতে এসে কাকলিকে পুষ্প স্তবক ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানাই।
এদিন তার বাড়িতে শুভেচ্ছা জানাতে আসেন সালানপুর ব্লক তৃণমূলের ছাত্র যুবনেতা মিঠুন মন্ডল এছাড়া স্থানীয় তৃণমূলের নেতা সচিন নাগ ।
তার এই ফলাফল নিয়ে কাকলি জানান তার এই সাফল্যের পেছনে পরিবারের মা ও বাবার সাথে সাথে স্কুল ও প্রাইভেট এর শিক্ষক দেরও অনেক অবদান রয়েছে । উচ্চমাধ্যমিকে বিজ্ঞান নিয়ে ডিভি গার্লস স্কুলেই সিবিএসই বিভাগে ভর্তি হতে চায় সে।
সে বাড়ি থেক টিউশনি পড়তে যেত রূপনারায়নপুরে ।এছাড়া স্কুল যেতে কখনো বাসে চেপে কখনো পরিজনদের বাইকে চেপে যেত । তার এই ফলাফলে কিছুটা হলেও অসন্তুষ্ট রয়েছে কাকলি কারন তার আশা ছিল সে আরো ভাল ফল করবে ।
তাছড়া ইংরেজিতে আরেকটু ভালো নম্বর সে আশা করেছিল ।তার এই ফলাফলে তার বাবা বিশ্বজিৎ বাবু ও জেঠু সুজিত বাবু খুবই খুশি ।তার জেঠু সুজিত বাবু বলেন কাকলির বাবা ও তিনি জেমারি গেটে ব্যবসা করেন । কাকলি মাধ্যমিকে ভালো ফলাফল করবে আশা থাকলেও এতটা তারা হয়তো ভাবেন নি বলে জানান । তার এই ফলাফল নিয়ে বারাবনির বিধায়ক তথা আসানসোল মেয়র বিধান উপাধ্যায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন ।