ADPC এর ২৫ টি থানা এবং ফাঁড়ির ইনচার্জদের রদবদল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত : ADPC এর ২৫ টি থানা এবং ফাঁড়ির ওসি রদবদল করা হয়েছে। আসানসোল, দুর্গাপুর পুলিশ কমিশনারেটে, ২৫ টি থানা এবং ফাঁড়ির ইনচার্জদের রদবদল করা হয়েছে, যার মধ্যে অনেক ইনচার্জকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অনেকে পদোন্নতি পেয়েছেন।
জনপ্রিয় নামে, বারাবনি থানার ওসি অরিন্দম মন্ডলকে দুর্গাপুর এনটিএস থানার ওসি করা হয়েছে, সঞ্জীব দেকে দুর্গাপুর কোক ওভেন থানার ওসি করা হয়েছে, আর অজয় বাগকে কোকওভেন থানা থেকে সরিয়ে সাকতোরিয়া থানার ইনচার্জ করা হয়েছে। ডিডি থেকে মনোরঞ্জন মণ্ডলকে সরিয়ে পর্যন্ত বারাবনি থানার ওসি করা হয়েছে। একইভাবে কার্তার সিংকে ডিডি থেকে সরিয়ে জাহাঙ্গীরি মহল্লা টিওপি-এর ইনচার্জ করা হয়েছে।