আসানসোলে গাড়ির ধাক্কায় মৃত্যু, উত্তেজনা প্রতিবাদ ও ক্ষতিপূরণের দাবিতে জিটি রোড অবরোধ, বিক্ষোভ
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্তঃ ( Asansol Live News Today ) সাত সকালে চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক চা দোকানীর। বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার গোপালপুরের জিটি রোডে। এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে। জানা গেছে, গোপালপুরের বাসিন্দা মৃত ব্যক্তির নাম রাজু সাউ (৪৮)।




এই ঘটনার পরে এলাকার বাসিন্দারা ঘটনার প্রতিবাদে গাড়ির চালককে গ্রেফতার , মৃত ব্যক্তির পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ ও এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন। যে কারণে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ আসে।
জানা গেছে, অন্যদিনের মতো বৃহস্পতিবার সকালে গোপালপুরের বাসিন্দা রাজু সাউ চায়ের দোকান খুলতে হেঁটে জিটি রোড দিয়ে যাচ্ছিলেন। সেই সময় হঠাৎ একটি চার চাকার গাড়ি দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারে। যে কারণে তিনি গুরুতর আহত হন। ঘটনার পরেই স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন।
ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা বলেন, যতক্ষণ পর্যন্ত না ঐ গাড়ির চালককে গ্রেফতার না করা হবে, মৃতর ব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা না হবে এই অবরোধ চলবে। পাশাপাশি, গোপালপুর ও কুমারপুরে নির্মীয়মান ফ্লাইওভারের কাছে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। তা করতে হবে।
অন্যদিকে, আহত রাজু সাউকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ এলাকার বাসিন্দাদের দাবি পূরণে আশ্বাস দিলে বেলা সাড়ে এগারোটার সময় অবরোধ বিক্ষোভ উঠে।