Ghagarbudhi Temple Asansol : বিভিন্ন উন্নয়নমুলক কাজ উদ্বোধন
বেঙ্গল মিরর, রাজা বন্দ্যোপাধ্যায়, আসানসোল, ১১ জুনঃ আসানসোলের কালিপাহাড়ির অদূরে ২ জাতীয় সড়ক লাগোয়া মা ঘাঘর বুড়ি মন্দিরে( Ghagarbudhi Temple Asansol ) বিভিন্ন উন্নয়নমুলক কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মুলতঃ যারা মন্দিরে পুজো দিতে আসেন তাদের সুবিধার কথা ভেবেই এই পরিকল্পনা। সেই পরিকল্পনার মধ্যেই তৈরী করা হয়েছে রান্নাঘর, শৌচালয় ও মন্দির লাগোয়া শেড। এরজন্য আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডা ১৭, ৮৯, ১০৫ টাকা ব্যয় করছে।
শনিবার সকালে এক অনুষ্ঠানে নবনির্মিত রান্নাঘর, শৌচালয় ও শেডের ফলক উন্মোচন করে উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত দপ্তরের মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তথা আড্ডার চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়, আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।
মন্ত্রী বলেন, রাজ্য সরকার সবক্ষেত্রেই উন্নয়ন করার পরিকল্পনা নিয়েছে। যেমন এই মন্দিরের জন্য কাজ করছে আড্ডা।
তাপস বন্দোপাধ্যায় বলেন, গত বছরের বৃষ্টিতে এই মন্দিরের অনেক কিছু ক্ষতিগ্রস্থ হয়েছিলো। সেগুলি আস্তে আস্তে করে দেওয়া হচ্ছে। যেমন আড্ডার তরফে এই কাজ গুলো করা হলে। মন্দিরে আসা দর্শনার্থীদের জন্য সবধরনের পরিকাঠামো তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।