ASANSOL

আসানসোলে জিটি রোড অবরুদ্ধ করে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : উচ্চ মাধ্যমিক পরীক্ষাী রেজাল্টে সমস্যার প্রতিবাদে সোমবারের পর মঙ্গলবার আবারও আসানসোল শিল্পাঞ্চলের পড়ুয়ারা আন্দোলনে নামলো । এদিন আসানসোলে পুরনিগমের সামনে জিটি রোড অবরোধ করে বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। এতে শহরের জিটি রোডে ট্রাফিক ব্যবস্থা কিছুক্ষণের জন্যে অবরুদ্ধ হয়ে পড়ে। যান চলাচল ব্যহত হয়। আসানসোল দক্ষিণ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসে। বেশ কিছুক্ষুনের চেষ্টার পরে পুলিশ তাদের বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে গরমিল রয়েছে। যে কারণে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য ( Fail) করেছে। তাদের পাশ করাতে হবে। তাদের ভবিষ্যৎ নিয়ে খেলা বন্ধ করতে হবে ।


আসানসোলের রেলপার এলাকার হাজি কদম রসুল স্কুলের এক ছাত্র জানান, সে ৩১৭ নম্বর পেয়েছে তাই প্রথম বিভাগে পাস করা উচিত ছিলো। কিন্তু ইংরেজিতে ফেল করানো হয়েছে। করোনার সময় একদিকে ঠিকমতো পড়াশুনা করা হয়নি, কিন্তু এক-দুই নম্বরের জন্য এভাবে ফেল করানো কতদূর যুক্তিযুক্ত। পাশাপাশি তিনি বলেন, কীভাবে সব শিক্ষার্থীরা শুধু ইংরেজিতে ফেল করতে পারে? এ বিষয়ে স্কুলের সঙ্গে যোগাযোগ করলে স্কুলের পক্ষ থেকে তাদের বলা হয়, তারা শুধুমাত্র এই ফলাফল পর্যালোচনা করতে পারবেন। তা ছাড়া আর কিছুই করতে পারবেন না।

রহমানিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, শুধু চার নম্বরের জন্য ফেল করা কতটা সঙ্গত। তাকেও পাস করাতে হবে এবং বিনা মূল্যে কলেজে ভর্তি হতে হবে বলে দাবি করেন, আরেক শিক্ষার্থী বলেন, রমজান মাসে রোজা রেখে পরীক্ষা দিয়েছেন, তারপরও কম নম্বরের জন্য ফেল করানো হয়েছে, এটা অন্যায়।
উল্লেখ্য, আগামী ২০ জুন স্কুল থেকে পড়ুয়াদের মার্কশীট দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *