ব্লিচিংপাউডার বোঝাই ট্রাকে আগুন, চাঞ্চল্য
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-সোমবার দিন সকালে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত দামাগড়িয়া রেলব্রিজ সংলগ্ন দু নম্বর জাতীয় সড়কের ধারে লাইন হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুনের ঘটনাতে এলাকায় চঞ্চল্য।ঘটনাটি ঘটে দামাগড়িয়া রেলব্রিজের সংলগ্ন একটি লাইন হোটেলের সামনে হটাৎ ট্রাকটিতে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায়।ট্রাকটিতে ব্লিচিং পাউডার বোঝয় ছিল বলে যানা যায়।অল্পের জন্য রক্ষা পাই ট্রাকের চালক।
ট্রাকটি রাজপুরা থেকে ব্লিচিং পাউডার বোঝাই করে কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিলো বলে যানান গাড়ি চালক।ঘটনাস্থলে চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে বলে খবর।