ASANSOLKULTI-BARAKAR

আসানসোল শিল্পাঞ্চল জুড়ে পালিত আন্তর্জাতিক যোগ দিবস

বেঙ্গল আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত:  সারা বিশ্বের সঙ্গে মঙ্গলবার আসানসোল শিল্পাঞ্চল জুড়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো আন্তর্জাতিক যোগ দিবস। এদিন আসানসোলের ডুরান্ড হল বা বিবেকানন্দ ইন্সটিটিউটে পূর্ব রেলের আসানসোল ডিভিশনের তরফে পালিত হলো অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস। ছিলেন আসানসোলের ডিআরএম পরমানন্দ শর্মা, এডিআরএম (১) ও এডিআরএম (২) এমকে মীনা ও বিকে ত্রিপাঠী সহ রেল আধিকারিকরা। এই অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভাষণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেখানো হয়।


এদিন কুলটির নিয়ামতপুরে ব্যবসায়ী সংগঠনের তরফে আন্তর্জাতিক যোগ দিবস পালনের এক অনুষ্ঠান হয়। নিয়ামতপূরের ব্যবসায়ী সংগঠন নিয়ামতপুর মার্চেন্ট  চেম্বার ওফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ অগ্রসেন ভবনে অনুষ্ঠানের আয়োজন করেছিলো।


একইভাবে আসানসোল জেলা হাসপাতালে রাজ্য হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টেট ওয়েষ্ট বেঙ্গল আয়ুষ সমিতির উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়।


অন্যদিকে, কুলটির চিনাকুড়ি সিইউসি ক্লাবের উদ্যোগে এদিন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয় যোগভ্যাসের মধ্যে দিয়ে।
সবমিলিয়ে এদিন আসানসোল, কুলটির পাশাপাশি চিত্তরঞ্জন, বার্ণপুর, রানিগঞ্জ ও জামুড়িয়ায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *