ভাইরাল ভিডিও কান্ডে তৃণমূল নেতাকে আটক করলো কুলটি থানার পুলিশ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :-ভাইরাল ভিডিও কান্ডে তৃণমূল নেতা চুনচুন রাউতকে আটক করলো কুলটি থানার পুলিশ।রবিবার তাকে আটক করা হয়েছে।প্রসঙ্গত শনিবার এক ভিডিও ভাইরাল হয়েছিলো তাতে দেখা গিয়েছিলো তৃণমূল নেতা চুনচুন রাউত এক যুবককে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছে।এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে । এদিন নিয়ামতপুরে আক্রান্ত যুবকের সঙ্গে দেখা করলেন কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার। তিনি এই ঘটনার অবিলম্বে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিন নিয়ামতপুরে কুলটি থানার পুলিশ পৌচ্ছায়।আসেন এসিপি সুকান্ত ব্যানার্জি ও ।শেষ পর্যন্ত কুলটি থানার পুলিশ তৃনমুল নেতা চুনচুন রাউতকে আটক করেছে।এই প্রসঙ্গে কুলটির বিজেপি বিধায়ক ডঃ অজয় পোদ্দার বলেন যে যেভাবে তৃণমূলের কোন কর্মী দুইদিন আগে এক যুবককে নিঃসংস ভাবে মেরেছে তাতে ওই যুবকের অবস্থা খারাপ রয়েছে ।
এভাবে গরু ছাগলকেও কেও পেটাইনা আমি আগামীকাল ছিলাম না তাই আমাদের কর্মীরা ছিল কিন্তু আমি বিধানসভা থেকে ফেরার পর ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছি ।এবং দ্রুত ওই ব্যক্তিকে গ্রেফতারের দাবি জানিয়েছি।