ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

নিখোঁজ কিশোরীকে রেল স্টেশন উদ্ধার করলো রূপনারায়ানপুর ফাঁড়ির পুলিশ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :-আসানসোলের রেল স্টেশন থেকে উদ্ধার কিশোরী।গভীর রাতে পাঁচ নম্বর প্লাটফর্ম থেকে কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশ।নিখোঁজ কিশোরীকে উদ্ধার করে তুলে দেওয়া হলো বাবা মায়ের হাতে।জানা যায় রূপনারায়ানপুর ফাঁড়ির এলাকার এক ফ্ল্যাট থেকে ১৪বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়ে যায়।পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয় রূপনারায়ানপুর ফাঁড়িতে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।খবর দেওয়া হয় সমস্ত থানা,রেল পুলিশ ও আর.পি.এফকে।আর কিছু ক্ষনের মধ্যে পুলিশ জানতে পারে কিশোরী আসানসোল স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে বসে রয়েছে।রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মনজিৎ ধারা এ.এস.আই রঞ্জিত সরকার কে পুলিশের দলবল নিয়ে স্টেশনে পাঠায় পুলিশ গিয়ে কিশোরীকে উদ্ধার করে।এবং পরিবারের সদস্যদের দ্বারা শনাক্ত করে আইনি প্রক্রিয়া করে কিশোরীকে সালানপুর থানার ইনচার্জ অমিত হাটির সহযোগিতায় কিশোরীর মা ও বাবার হাতে তুলে দেওয়া হয়।

খবর সূত্রে জানা যায় নিখোঁজ কিশোরী তার ভালোবাসার পাত্রের সঙ্গে মুম্বাই যাওয়ার জন্য ট্রেনের টিকিট বুক করে ছিলো।পুলিশ ওই পাত্রের খোঁজ না পেলেও জানা যায় ওই পাত্র চিত্তরঞ্জন থেকে ট্রেন ধরে আসানসোল আসতো ও তারা একত্রিত হয়ে মুম্বাইয়ের দিকে রওনা দিতো।নিখোঁজ কিশোরীকে ফেরত পেয়ে খুশি পরিবারের সদস্যরা।পুলিশের কাজকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *