রানীগঞ্জের পন্ডিতপুকুর এলাকায় বৃদ্ধা আগুন লাগিয়ে মৃত
বেঙ্গল মিরর, চরণ মুখার্জী, রানীগঞ্জ: ( Asansol Raniganj News Today ) রানীগঞ্জের ৩৪ নম্বর ওয়ার্ডের সিয়ারসোল রাজবাড়ী মোড় সংলগ্ন পন্ডিতপুকুর এলাকায় এক মানসিক ভারসাম্যহীন প্রবীণা বৃদ্ধা বাড়ির সদস্যদের অনুপস্থিতির সময় বাড়ির সামগ্রীতে আগুন লাগিয়ে বাড়ির এক কোনায় বসে পড়ে বলেই দাবি প্রতিবেশীদের। পরে স্থানীয় এলাকার বাসিন্দারা দীর্ঘক্ষণ ওই বাড়ি থেকে প্রথমে ধোঁয়া ও পরে আগুন বের হতে দেখে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগকে খবর দিলে দমকল বিভাগের একটি ইঞ্জিন ও পুলিশ প্রশাসনের বিশেষ দল ঘটনার স্থলে পৌঁছে সীতা দুধারিয়া নামের ৭৫ বছরের ওই প্রবীণা বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক-ওই বৃদ্ধাকে মৃত বলে ঘোষণা করে। কি কারনে ওই প্রবীণা বৃদ্ধা এ ধরনের ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি।
পাচার করার সময় প্রায় ১০,০০০ বোতল ফেনসিডিল পুলিশের হাতে, গ্রেফতার ৩, ৭ দিনের পুলিশ হেফাজত