আসানসোল দুর্গাপুর পুলিশে এসিপি পর্যায়ের রদবদল
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত: (ASANSOL DURGAPUR NEWS)
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অ্যাসিস্ট্যান্ট কমিশনার(এসিপি)
পর্যায়ের আধিকারিকদের রদবদল করা হয়েছে। ৩ অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে রদবদল করা হলো এবং ২ অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হয়েছে। শনিবারই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের স্বাক্ষর করা ওই নির্দেশিকা জারি করা হয়েছে।




পুলিশ কমিশনারের স্বাক্ষর করা ওই নির্দেশিকা অনুসারে, এসিপি সেন্ট্রাল – ২ তথাগত পান্ডে হলেন এসিপি -দুর্গাপুর। অন্যদিকে এসিপি সেন্ট্রাল – ২ হলেন শ্রীমন্ত বন্দোপাধ্যায় যিনি এতদিন এসিপি কাঁকসা হিসবে কর্তব্যরত ছিলেন । এদিকে এসিপি কাঁকসা করা হলো সুমন কুমার জয়সওয়াল কে যিনি এতদিন এসিপি ইনফোর্সমেন্ট ব্রাঞ্চ ( ইবি) এর সঙ্গে সঙ্গে এসিপি দুর্গাপুরের দায়িত্বে ছিলেন।
এদিকে কমিশনারেটের ২ জন কর্তব্যরত এসিপি কে অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হলো। প্রতীক রাইকে এসিপি হিরাপুর এর সঙ্গে এসিপি সাইবার পিএস এর অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হয়েছে। এছাড়া সৌরভ চৌধুরীকে এসিপি হেডকোয়ার্টার এর সঙ্গে এসিপি এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ( ইবি) এর অতিরিক্ত দায়িত্বভার দেওয়া হয়েছে।