BARABANI-SALANPUR-CHITTARANJANKULTI-BARAKAR

প্রায় ১৭ ঘন্টা পর মাইথন জলাধারে তলিয়ে যাওয়া নাবিকের দেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

বেঙ্গল মিরর, কাজল মিত্র :–নিজের নৌকা বাঁচাতে গিয়ে শনিবার মাইথনের জলাধারের জলের তলায় তলিয়ে যায় বাথনবাড়ি গ্রামের বাসিন্দা সুলেমান আনসারি(৬০) নামের এক নৌকাচালক ।
জনগেছিল শনিবার বিকেল বেলা কিছু যাত্রী নিয়ে জলাধারের টাপু তে গিয়েছিল সেখানে নৌকা টাপুর ধারে নৌকা বেঁধে স্নান করতে নামে কিন্তু হটাৎ করে দমকা হওয়ার ফলে নৌকা টাপু থেকে খুলে জলের মধ্যে যেতে থাকে ফলে নৌকা চালক নৌকা বাঁচানোর জন্য জলে ঝাঁপ দেয় কিন্তু আর জলে থেকে উঠে আসেনি ।যার কারনে স্থানীয় নৌকা চালকরা খোঁজাখুঁজি শুরু করে ।


শনিবার থেকেই উদ্ধার কাজ শুরু করে নৌকা চালকরা।রবিবার সকালে মাইথনের ফায়রিং রেঞ্জের নিটক জলাধারের মধ্যে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম।কিন্তু প্রায় ১৭ঘন্টা পরে স্থানীয় নৌকা চালকরায় নৌকার দ্বারা জলের মধ্যে কাটা ফেলে তারা মৃতদেহ উদ্ধার করে।মৃতদেহটি উদ্ধার করে কল্যানেশ্বরী ফাঁড়ির পুলিশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায় বলে খবর।সুলেমান বাবুর দেহটি দেখে কান্নায় ভেঙ্গে পড়ে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *