ASANSOL

রোটারি ক্লাব অফ আসানসোলের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন

বেঙ্গল মিরর, রোটারি ক্লাব অফ আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :শনিবার রোটারি ক্লাব অফ আসানসোলের পক্ষ ( Rotary Club of Asansol ) থেকে আসানসোলের সেনরেল রোডের সৃষ্টিনগরে (নিউ আসানসোল) একটি বহুজাতিক গাড়ি কোম্পানির শোরুমে সোমবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রোটারি ক্লাব অফ আসানসোলের সভাপতি সভাপতি – জর্জ ওষ্টা, সেক্রেটারি দেবরূপ রুদ্র ছাড়াও মনদীপ সিং, প্রিয়ঙ্ক জেনি, সাত্ত্বিক লাল, সত্যনারায়ণ আগরওয়াল, বিশ্বজিৎ বোস, ডাঃ সুজিত দত্ত, অভয় জয়ন্ত, সুনীতি দাস অনুষ্ঠানে উপস্থিত থেকে রক্তদান শিবিরের সূচনা করেন। পাশাপাশি ছিলেন অভিরুপ রুদ্র, শঙ্কর চ্যাটার্জী ( ঋজু), ডা: আবৃতা চ্যাটার্জী প্রমুখ।


আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা: লক্ষ্মী সরকার, ব্লাড ব্যাংক কর্মী বেনু সেনগুপ্ত প্রমুখ। হাসপাতাল সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই রক্তদান শিবিরে ৫১ ইউনিট রক্ত ​​সংগ্রহ করা হয়। রক্তদান শিবিরে ওই অঞ্চলের বহু স্থানীয় মানুষ, শোরুমের কর্মীরা স্বতস্ফূর্তভাবে উপস্থিত থেকে রক্তদানে অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি জর্জ ওষ্টা এবং সেক্রেটারি দেবরূপ রুদ্র জানান, “তারা সংগঠনের মাধ্যমে সারা বছরই এ ধরনের সামাজিক কাজ করার সঙ্গে সঙ্গে এরকম রক্তদান শিবিরের আয়োজন করে থাকি। আসানসোলে প্রচুর মানুষ রক্তের সংকটে ভুগছেন। তাই রক্তদান শিবিরের মাধ্যমে সংকট কাটানোর উদ্যোগ নেওয়া হলো। শিল্পাঞ্চলবাসীকে তারা রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। কারণ এর চেয়ে বড় দান আর কিছু নেই।”
এই রক্তদান শিবিরকে ঘিরে রক্তদাতাদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *