ASANSOL

আসানসোলে বিঘ্নেশ্বরা মার্বেল শোরুমের উদ্বোধন

বেঙ্গল মিরর,আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় : বৃহস্পতিবার আসানসোলের ঘাঘরবুড়ী মন্দিরের কাছে বিঘ্নেশ্বরা মার্বেল শোরুমের উদ্বোধন হলো। আসানসোল মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোল চেম্বার অফ কমার্সের সভাপতি ওমপ্রকাশ বাগাড়িয়া, CREDAI সভাপতি শচীন রায়, সোমানি টাইলস এর শশীকান্ত রায় এবং অলোক কুমার দাস প্রদীপ জ্বালিয়ে শোরুমের উদ্বোধন করেন।এরপর ফিতে কেটে শোরুমের উদ্বোধন করেন অভিজিৎ ঘটক।

এই উপলক্ষ্যে অভিজিৎ ঘটক বলেন, আসানসোলে আজকাল যেভাবে রিয়েল এস্টেটের কাজ ব্যাপক হারে বাড়ছে, টাইলস এবং অন্যান্য বাথরুমের সরঞ্জামের চাহিদা বাড়ছে, সেই পরিপ্রেক্ষিতে আসানসোলে বিঘ্নেশ্বর মার্বেলের শোরুমের উদ্বোধনের ফলে মানুষের সেই চাহিদা পূরণ হবে বলে জানান তিনি।

বিঘ্নেশ্বর মার্বেলের বিনয় কুমার শর্মা এবং তার পুরো টিমকে ওই শোরুম খোলার জন্য অভিনন্দন জানিয়ে বলেন যে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যে তিনি আগামী দিনে যাতে আরও অনেক শোরুম খুলতে পারেন। ওই অনুষ্ঠানে আনন্দ পারীক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *