BARABANI-SALANPUR-CHITTARANJAN

গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউট কৃতি ছাত্র -ছাত্রীদের সংবর্ধনা সভা ও ফুটবল বিতরণ

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- বারাবানি বিধানসভার পানুড়িয়া পঞ্চায়েতের পক্ষ থেকে গৌরান্ডি আরকেএস ইনস্টিটিউট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা সভা ও ফুটবল বিতরণ অনুষ্ঠান আয়োজিত হল ।একইসাথে পানুড়িয়া গ্রামপঞ্চায়েত অন্তর্গত বিভিন্ন ক্লাব কে ফুটবল দেওয়া হলো

এইদিন উপস্থিত ছিলেন বারাবনি ব্লক আধিকারিক সৌমিত্র প্রতিম প্রধান,জেলা পরিষদের উপাধ্যক্ষ তথা বারাবনী ব্লক তৃণমূলের সভাপতি অসিত সিং মহাশয়, বারাবনী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোরঞ্জন মন্ডল , বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মালা বাউরী, সহ-সভাপতি সুকুমার সাধু,পানুড়িয়া পঞ্চায়েতের প্রধান রাজেশ হাসদা, উপপ্রধান বিশ্বজিৎ সিংহ, সহ পানুড়িয়া পঞ্চায়েতের সকল কর্মাধক্ষ্য ও পানুড়িয়া পঞ্চায়েতের সকল সদস্য ও সদস্যা ও আরো বিশিষ্ট ব্যাক্তিবর্গ ও সকল অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী।

Leave a Reply