আসানসোলে ধুমধামের সঙ্গে উল্টোরথ পালন, বেরলো ISKCON র শোভাযাত্রা
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দ্যোপাধ্যায় :শনিবার, সারা দেশের সঙ্গে আসানসোলে উল্টো রথ পালিত হলো যথেষ্ট ধুমধামের সঙ্গে । রীতি অনুযায়ী আজ থেকে ঠিক ৯ দিন আগে প্রভু জগন্নাথ দেব, দেবী সুভদ্রা ও বলরাম রথে চড়ে তাদের মাসির বাড়িতে গিয়েছিলেন। আজ ছিলো তাদের বাড়ি ফেরার দিন। একে বলা হয় উল্টো রথ। সেই রথের দিন থেকে আসানসোলের এসবি গরাই রোডের বুধ ময়দানে ছিলো আসানসোল ইসকনের রথ। সখানে গত ৯ দিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল।
এদিন বিকেলে আসানসোল ইসকনের রথে চড়ে ভগবান জগন্নাথের দেবী সুভদ্রা ও বলরাম তাদের বাড়িতে ফিরে আসেন। ইসকনের রথ বুধা মাঠ থেকে এসবি গড়াই রোড দিয়ে কোর্ট রোড, ভগৎ সিং মোড় হয়ে গারুইয়ে ইসকন মন্দিরে পৌঁছায়। উল্টো রথযাত্রায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন । এই ব্যাপারে আসানসোল ইসকনের প্রভু দয়া চন্দ্র নিতাই দাস জানান, এদিন ভগবান জগন্নাথ দেবী সুভদ্রা ও বলরামকে নিয়ে তাদের মাসির বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরেছেন। প্রতিবছরের মতো এ বছরও রথযাত্রা জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।
করোনার কারণে গত ২ বছর সেরকম ভাবে যাত্রা উদযাপন করা যায়নি, তবে এ বছর ঐতিহ্যগতভাবে রথযাত্রা উদযাপিত হয়েছে, তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন আগামী বছরগুলোতেও যেন আমরা এই পবিত্র উৎসবটি একইভাবে পালন করি। সুস্থ এবং নিরাপদ থাকার জন্য তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন।
আসানসোল ইসকনের পাশাপাশি এদিন শহর তথা শিল্পাঞ্চলে উল্টো রথযাত্রা পালন করা হয়।