ASANSOLHealth

পশ্চিম বর্ধমান জেলায় বাড়ছে স্ক্র্যাব টাইফাস রোগে আক্রান্তর সংখ্যা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও দেব ভট্টাচার্যঃ করোনার পাশাপাশি এবার স্ক্র্যাব টাইফাস রোগে আক্রান্তের সংখ্যা পশ্চিম বর্ধমান জেলার বাড়ছে। পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের ডেপুটি চিফ মেডিকেল অফিসার বা সিএমওএইচ ডাঃ অনুরাধা দেব বলেন, এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে এই রোগে আক্রান্ত হয়েছেন ৮ জন। তাদের মধ্যে ৬ জন আসানসোল মহকুমা, একজন দুর্গাপুরের অন্ডালের বাসিন্দা ও অন্য একজন ঝাড়খণ্ডের নিরসার বাসিন্দা বলে জানা গেছে। এছাড়াও একজন এই রোগে আক্রান্ত হয়ে সেরিব্রাল হওওয়ায় মারা গেছেন বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। একবারে আসানসোল শহরেই এই রোগে দুজন আক্রান্ত হয়েছেন। এছাড়াও কুলটিতে একজন ও বার্নপুরে একজন আক্রান্ত হয়েছেন।

তাছাড়াও জামুরিয়া গ্রাম ও পুর এলাকায় দুইজন এই রোগে আক্রান্ত হয়েছেন। ডেপুটি সিএমওএইচ আরো বলেন, গত বছরেও এই রোগ জেলাতে হয়েছিল। তবে এতে আতঙ্কের কিছু নেই। সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হওয়া উচিত । এই রোগের প্রাথমিক লক্ষণ জ্বর হওয়া। ইঁদুর যেখানে বেশি সেখানে এটা হতে পারে। ইঁদুরের দেহে থাকা এক ধরনের পোকা মানুষকে কামড়ালে এই রোগ ছড়ায়। তিনি আরো বলেন, জেলা স্বাস্থ্য বিষয়ক মনিটরিং কমিটিতে এই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। জঙ্গল পরিষ্কার করার পাশাপাশি পরিচ্ছন্নতার ওপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *