RANIGANJ-JAMURIA

রানীগঞ্জ বাজারে বিক্ষোভ প্রদর্শন করলো জুটমিল ওয়ার্কার্স ইউনিয়নের কর্মী সমর্থকেরা

বেঙ্গল মিরর, চরণ মুখার্জি, রানীগঞ্জ : রানীগঞ্জের গির্জা পাড়ার ইউনিয়ন অফিস থেকে এক বিক্ষোভ সভা করে মিছিল সহযোগে রানীগঞ্জ বাজারে বিক্ষোভ প্রদর্শন করলো রানীগঞ্জ হুগলি জুটমিল ওয়ার্কার্স ইউনিয়নের কর্মী সমর্থকেরা। এদিন তাদের দাবি গুলির মধ্যে অন্যতম হল মঙ্গলপুর জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্ক অবস্থায় থাকার সময়কালে কোন যন্ত্রাংশ খোলা যাবে না, পি এফ এর টাকা ও বন্ধর নোটিশ পে নিয়ে অবিলম্বে ফয়সালা দাবি, জুট মিল পুনরায় চালুর দাবি, জুট মিল খোলার ব্যাপারে শ্রমদপ্তরের উদ্যোগ গ্রহণ, জুট মিল অবলুপ্তি করার চক্রান্ত ব্যর্থ করার দাবি নিয়ে এদিন সোচ্চার হয় তারা।

বিক্ষোভকারীদের দাবি প্রশাসনের গোচরে থাকলেও যন্ত্রাংশ কিভাবে খোলা হচ্ছে তা নিয়েও তারা প্রশ্ন তোলেন। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বিশেষ ভাবে নেতৃত্ব দিতে দেখা যায় , সিটু নেতা উমাপদ গোপ, প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, সুপ্রিয় রায়, জুটমিল ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক মোঃ আনিস, সভাপতি নিলয় লায়েক প্রমূখ। এদিন তারা এই বিক্ষোভ মিছিলের পর এক ঘন স্বাক্ষর অভিযান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *