BARABANI-SALANPUR-CHITTARANJAN

বারাবনিতে প্রাইভেট টিউটর পিন্টু উদ্যোগে শতাধিক ছাত্র-ছাত্রীকে সম্মান দেওয়া হল

বেঙ্গল মিরর, দেব ভট্টাচার্য, বারাবানি : রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী পিন্টু কাপুরী নামে এক শিক্ষক তিনি গত ২২ বছর ধরে বারাবনি ব্লকের দুস্থ ছাত্র-ছাত্রীসহ অন্যদের নিয়মিত প্রাইভেট টিউশনি পড়ান। যারা অর্থ দিতে পারেনা এমন অনেক ছাত্রছাত্রী কেও বছরের পর বছর তিনি বিনামূল্যে পড়ান এবং বইখাতাও সংগ্রহ করে দেন ।সেই সঙ্গে প্রতিবছরের মতো এ বছরেও শতাধিক ছাত্র ছাত্রীর উপস্থিতিতে রবিবার আসানসোলের এবং বারাবনির ১০ জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ছাত্র-ছাত্রীদের স্মারক ও শংসাপত্র দিয়ে সম্মান জানান হয়। এছাড়াও যেসব ছাত্র-ছাত্রী বই খাতা কিনতে পারেনা তাদের বই এবং খাতা হাতে তুলে দেওয়া হয় এদিন।

এই অনুষ্ঠানের প্রশংসা করে এবং আজকের ছাত্রদের সামনে কি ধরনের সংকট তৈরি হচ্ছে তা উত্তরণের উপায় কি কি এই সমগ্র বিষয়গুলি নিয়ে বক্তব্য রাখেন বারাবনি ব্লকের বিডিও সৌমিত্র প্রতিম প্রধান, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অসিত সিংহ, বারাবনি থানার ওসি মনোরঞ্জন মন্ডল, সার্কেল ইন্সপেক্টর শিবনাথ পল এবং সাংবাদিক এবং সমাজ কর্মী বিশ্বদেব ভট্টাচার্য ,বাসুদেব মন্ডলরা ।অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের নানান প্রশ্নের জবাব দেন উপস্থিত ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *