মহিলা ফুটবল খেলোয়াড় দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ
বেঙ্গল মিরর, কাজল মিত্র :- সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্দোগে বারাবনি বিধায়ক তথা আসানসোল মেয়র ও মুকুল উপাধ্যায় এর প্রচেষ্টায়
সালানপুর ব্লকের মহিলা ফুটবল খেলোয়াড় দের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করা হয়েছে।মঙ্গলবার সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং নিজে উদ্দোগে নিয়ে মালবোহাল মহিলা টিম ও ক্ষুদিকা মহিলা টিমের মোট ৩০ জনের হাতে এই সব সামগ্রী তুলে দেওয়া হল ।
এদিন ব্লক তৃণমূল এর সাধারণ সম্পাদক জানান এলাকার বিধায়ক বিধান উপাধ্যায় ও মুকুল উপাধ্যায়ের নেতৃত্বে সারা বছরই ক্রিড়া সরঞ্জাম বিতরণ করা হয় দলের পক্ষ থেকে ৷ তবে স্থানীয় এলাকায় বর্তমানে মহিলা ফুটবলারদের উৎসাহ দিতে আদিবাসী ক্লাবগুলিতে জার্সি ও ফুটবল বিতরণ করা হবে ৷
এদিনে এই বিতরণ অনুষ্ঠানে ভোলা সিং ছাড়াও ছিলেন ফুচু বাউড়ি ,মালবোহাল এম আর বিসি মহিলা দলের কোচ সঞ্জীব বাউড়ি, বীর সিং সহ অনেকে ।