BARABANI-SALANPUR-CHITTARANJAN

পঞ্চায়েত নির্বাচনের আগে সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন

বেঙ্গল মিরর, কাজল মিত্র :- পঞ্চায়েত নির্বাচনের আগে মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের কমিটি গঠন হল। প্রথম থেকেই মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়ে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথেই এবার সালানপুর ব্লকে মহিলা তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি তৈরি হল। ২৬ জনের নতুন কমিটি গঠন করা হল। এদিন সালানপুর ব্লক তৃণমূলের দলীয় কার্যালয়ে ব্লকের ১১টি পঞ্চায়েতের মহিলা তৃণমূল কর্মীদের নিয়ে ২৬ জনের একটি কমিটি গঠন করে জেলা নেতৃত্ব।এতে উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনতি হাজরা ,সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী ঘাসি,জিলাপরিষদ এর কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান,পঞ্চায়েত সমিতির সভাপতি বিদ্যুৎ মিশ্র, সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং সহ ব্লকের মহিলা নেতৃত্ব।জেলা মহিলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে,সালানপুর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী হয়েছেন অপর্ণা রায়।


সাতজন সহ সভানেত্রী সীমা পান্ডে, শ্রীমতী অপরাজিতা কর্মকার বন্দনা মন্ডল , কল্যাণী সিং , বিনা দে, শতাব্দী লায়েক বেবি মন্ডল ,কার্যকরী সভানেত্রী পম্পা ঘোষ ,সাধারণ সম্পাদক শ্রীমতী রানু রায় ,দশজন সহ সম্পাদক হলেন শ্রীমতী অনিতা দাস, শ্রীমতী সাবিত্রী টুডু, শ্রীমতী সঙ্কোতি মুর্মু ,শ্রীমতী টুলু ধীবর ,শ্রীমতী জবা সেন শ্রীমতী দীপিকা বাউরি , শ্রীমতী আল্পনা (মিঠু) শুর, শ্রীমতী দেবযানি মুর্মু ,শ্রীমতী পদ্মা বাউরি ,শ্রীমতী পার্বতী মারান্ডি ,ছয় জনের কার্য নিবাহী কমিটি সদস্যা শ্রীমতী হাসিনা বিবি ,শ্রীমতী তারারানী দাস ,শ্রীমতী ক্ষমা ধীবর , শ্রীমতী অৰ্চনা ভট্টাচার্য শ্রীমতী সরস্বতী টুডু,শ্রীমতী মুনমুন মজুমদার ,

জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিনতি হাজরা মিনতি হাজরা বলেন
বাংলায় মহিলাদের জন্যে একাধিক প্রকল্পে মর্যাদা দেওয়ার কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত স্তরে ৫০% আসন সংরক্ষণ করা হয়েছে।এবার পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে মহিলা সংগঠনকে আরো মজবুত করতে বুথ ভিত্তিক কমিটি করা হয়েছে ২৬ জনের।২০১৬-তে স্বাস্থ্যসাথী প্রকল্প আনা হয়েছে যা হয়েছে বাড়ির প্রবীণার নামে। মহিলাদের অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করতে ২০২১-এ নির্বাচনী প্রতিশ্রুতি মেনে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Leave a Reply