আসানসোলে সাতটি স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্থর, দুটি সেন্টার ফর আরবান হোমলেসের উদ্বোধন
বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায় ও সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল পুরনিগমের ১০৬ টি ওয়ার্ডেই তৈরী করা হবে একটি করে স্বাস্থ্য কেন্দ্র। এছাড়াও প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি টয়লেট তৈরি করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। শনিবার সকালে আসানসোল পুরনিগমের সদর দফতরের কনফারেন্স হলে আসানসোলের ছয়টি ওয়ার্ডে সাতটি স্বাস্থ্য কেন্দ্র বা আরবান হেল্থ এন্ড ওয়েলনেস সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় ছাড়াও পুর কমিশনার রাহুল মজুমদার, ডেপুটি মেয়র ওয়াসিম-উল-হক, এমএমআইসি ইন্দ্রাণী মিশ্র, গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায় , সুব্রত অধিকারী, দিব্যেন্দু ভগত প্রমুখ। এদিনের অনুষ্ঠানে সাতটি স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্থর স্থাপনের পাশাপাশি গৃহহীনদের জন্য দুটি রাত্রিবাসের আশ্রয়কেন্দ্র বা সেন্টার ফর আরবান হোমলেসের উদ্বোধন করা হয়। এই দুটি সেন্টারে ৫০ টি করে বেড রাখা হয়েছে।




মেয়র বিধান উপাধ্যায় জানান, ১০৬ টি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের জন্য ৪৩ কোটি, ওয়ার্ডে পাইপলাইনের জন্য ২৩ কোটি, রাস্তা মেরামতের জন্য ১৫ লাখ টাকা খরচ করা হবে। জায়গা খোঁজার পর টয়লেট নির্মাণে ব্যয়ের হিসাব নির্ধারণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, ১০৬ টি ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রের যেখানে চিকিৎসা সুবিধা নেই সেখানে টেলিমেডিসিন সুবিধা দেওয়া হবে। এখানে ল্যাব সুবিধা দেওয়া হবে। এতে বাড়ির কাছাকাছি শহরের মানুষদের প্রাথমিক চিকিৎসা সহজে পাওয়া যাবে। শনিবার জামুরিয়ার সাতটি ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।