জামুড়িয়া থানার উদ্যোগে “প্রাপ্তি – পাশে থাকার অঙ্গীকার” নামক সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন
২৫০ জন্য জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী ও চারা গাছ প্রদান, ৬ টি হারিয়ে যাওয়া মোবাইল তুলে দেওয়া হল মোবাইল মালিকদের হাতে
বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত :
পুলিশ ও জনসাধারণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের অন্তর্গত জামুরিয়া থানার পুলিশের পক্ষ থেকে এবং বহুজাতিক সংস্থা নেসলের সহযোগিতায় “প্রাপ্তি – পাশে থাকার অঙ্গীকার” নামক সমাজ সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার। এদিন ২৫০ জন দুস্থ মানুষের হাতে খাদ্য সামগ্রী ও পরিবেশকে বিশুদ্ধ রাখতে চারাগাছ প্রদান করা হয়। পাশপাশি চুরি যাওয়া ৬ টি মোবাইল ফোন উদ্ধার করুন মোবাইল মালিকদের হাতে তুলে দেন জামুরিয়া থানার পুলিশ।




শুক্রবার ২ নং জাতীয় সড়কের পাশে হিন্দুস্থান ধাবায় ওই সমাজসেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া চুরি যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি হয়ে
জামুরিয়া থানার পুলিশকে ধন্যবাদ দেন মোবাইল মালিকেরা। এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি সেন্ট্রাল ড: কুলদীপ এস এস, আইপিএস সাইবার অপরাধীদের থেকে সতর্ক থাকতে বলেন।পাশাপাশি কোনো অপরিচিত ব্যক্তিকে ওটিপি নম্বর অথবা ব্যাংক সংক্রান্ত তথ্য না দিতে বলেন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি সেন্ট্রাল ড: কুলদীপ এস এস, এসিপি শ্রীমন্ত কুমার চ্যাটার্জি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পারিষদ সুব্রত অধিকারী ছাড়াও
সিআই সুশান্ত চ্যাটার্জি, জামুড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুলদেব মন্ডল, শ্রীপুর ফাঁড়ির শেখ নিজামউদ্দিন, ট্রাফিক ওসি অর্ণব মন্ডল প্রমুখ।