ASANSOLPANDESWAR-ANDAL

শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে “বেতো ঘোড়া” – র তকমা দিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী

একুশে জুলাইয়ের সমর্থনে পাণ্ডবেশ্বরের হরিপুরে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা

বেঙ্গল মিরর, পাণ্ডবেশ্বর, সৌরদীপ্ত সেনগুপ্ত : একুশে জুলাইয়ের সমর্থনে পাণ্ডবেশ্বরের হরিপুরে তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা। প্রস্তুতি সভাটি অনুষ্ঠিত হয় হরিপুর সিনেমা হল ময়দানে।মূলত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী ,পাণ্ডবেশ্বরের ব্লকের প্রস্তাবিত ব্লক সভাপতি কিরীটী মুখার্জি ,পাণ্ডবেশ্বর ব্লক আইএনটিটিইউসি সভাপতি রামচরিত পাসোয়ান,পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বাউরি ,ব্লক মহিলা সভানেত্রী রমা রুইদাস সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।মূলত করোনা অতিমারী কারণেই বিগত দুই বছর যাবৎ একুশে জুলাইয়ের সভা বন্ধ ছিল।তাই এই বছর তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঐতিহাসিক একুশে জুলাইয়ের ডাক দিয়েছেন ।

এই সভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বিধায়ক বলেন, শুভেন্দু অধিকারী বর্তমানে বেতো ঘোড়ায় পরিণত হয়েছে । ব্ঙ্গ বিজেপিকে ধীরে ধীরে পতনের দিকে এগিয়ে নিয়ে চলেছে শুভেন্দু অধিকারী। ইডি সিবিআইয়ের ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে টলানো যাবে না।এছাড়াও বিধায়ক বলেন তেরো জন শহীদের উদ্দেশ্যে ১৩ জন পাণ্ডবেশ্বরের সক্রিয় তৃণমূল কংগ্রেস কর্মী ২৫৩ কিলোমিটার পথ হেঁটে পাড়ি দেবেন ধর্মতলার উদ্দেশ্যে।

Leave a Reply