ASANSOLPANDESWAR-ANDAL

তৃণমূল বিধায়কের অভিযোগে গ্রেফতার সাংবাদিক,দ্রৌপদী মুর্মুর পক্ষে প্রচার চালানোর অভিযোগ

বেঙ্গল মিরর, আসানসোল, সৌরদীপ্ত সেনগুপ্ত ও রাজা বন্দোপাধ্যায় : দ্রৌপদী মুর্মুর পক্ষে প্রচার চালানোর অভিযোগে তৃণমূল বিধায়কের অভিযোগে গ্রেফতার সাংবাদিক। পাণ্ডবেশরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর অভিযোগের ভিত্তিতে দুর্গাপুরের এক সাংবাদিককে পাণ্ডবেশ্বর থানা গ্রেফতার করেছে।ধৃত সাংবাদিকের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর পক্ষে বিভিন্ন বিধায়ককে ফোন করে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুকে ভোট দিতে বলার অভিযোগ রয়েছে।

এই বিষয়ে পাণ্ডবেশ্বর থানায় এফআইআর দায়ের করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এরপর গভীর রাতে দুর্গাপুরের বি জোন থেকে অভিযুক্ত সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। আজ ওই সাংবাদিককে আদালতে হাজির করা হয়।এদিকে এই সংক্রান্ত বিষয়ে রবিবার দুপুরে দুর্গাপুরে একটি সাংবাদিক বৈঠকও করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

ওই সাংবাদিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধীর ধারা ১৬৬ এ, ১৭১ এফ, ১৮৯, ৩৮৭,৩৮৯,৫০৬, ১০৯ এবং ১২০ বি ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই মামলায় অভিযুক্ত। অভিযোগে লেখা হয়, ওই সাংবাদিক একটি বাংলা দৈনিক পত্রিকার সঙ্গে যুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *