ICSE : আসানসোলের অভয় কুমার সিঙ্গানিয়া ও আলিয়া রাফাত ৪৯৮ পেয়ে বাংলা সেরা
দুজনেই সর্বভারতীয় ক্ষেত্রে মেধাতালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে
বেঙ্গল মিরর, আসানসোল, দেব ভট্টাচার্য ও রাজা বন্দোপাধ্যায়ঃ ( ICSE Toppers of West Bengal from Asansol ) আইসিএসইর দশম শ্রেণির পরীক্ষায় বাংলা সেরা হলো আসানসোলের অভয় কুমার সিঙ্গানিয়া ও আলিয়া রাফাত । ৫০০ এর মধ্যে তাদের প্রাপ্ত প্রাপ্ত নম্বর ৪৯৮। শতাংশে তা ৯৯.৬। দুজনেই সর্বভারতীয় ক্ষেত্রে মেধাতালিকায় দ্বিতীয় স্থান পেয়েছে বলে জানা গেছে । একইভাবে আসানসোলেরই আহেলি দত্ত ৪৯৬ পেয়ে বাংলায় সেরা তৃতীয় হয়েছে।
আসানসোল শহরের রাহালেনের বাসিন্দা অভয় কুমার সিঙ্গানিয়া এবার পরীক্ষা দিয়েছিলো আসানসোলের সেন্ট প্যাট্রিক স্কুলের পড়ুয়া হিসাবে। বাবা প্রবীন সিঙ্গানিয়া অন্ডালের কাজোড়ায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত। মা গৃহবধূ। অভয় এবার আইআইটি পড়ে ইঞ্জিনিয়ার হতে চায়। তার পছন্দ মুম্বাই। সেই কারণে সে দূর্গাপুরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিচ্ছে। পড়াশোনার পাশাপাশি তার হবি ছবি আঁকা।
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/05/img-20240520-wa01481045365085360283686-500x428.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/09/img-20240909-wa00806721733580827251668.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2024/12/fb_img_17339279922403722767543487143310-476x500.jpg)
![](https://bengalmirrorthinkpositive.com/wp-content/uploads/2022/07/IMG-20220717-WA0030-500x281.jpg)
একইভাবে আসানসোলের এজি চার্চ হাইস্কুল থেকে এই বছর আলিয়া রাফত পরীক্ষা দিয়েছিলো। তার বাড়ি আসানসোলের ইসমাইলে। আলিয়াা বাবা আফসার আলম কুলটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকতা করেন। মা গৃহবধূ।
আলিয়া জানায়, সে ৯৮ শতাংশ নম্বর পাবে এটা নিশ্চিত ছিল। কেননা স্কুলে তার রেজাল্ট যথেষ্ট ভালো ছিল। পড়াশোনার বাইরে আলিয়া গল্পের বই পড়া, ছবি আঁকা এবং গান শোনা পছন্দ করে। আগামী দিনে তার স্বপ্ন সে একজন ভালো চিকিৎসক হবে ও সত্যিকারের মানুষের পাশে থাকার চেষ্টা করবে। এবার সে বার্ণপুরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনার জন্য ভর্তি হয়েছে। আলিয়ার সঙ্গেই আসানসোলের এজি চার্চ স্কুলে পড়তো আহেলি দত্ত।