ASANSOL

আসানসোল আদালতে জামিন নিলেন বিজেপি নেতা রাহুল সিনহা

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দ্যোপাধ্যায়/ সৌরদীপ্ত সেনগুপ্ত : আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে এসে বারাবনি বিধান সভা এলাকায় মিছিল করেছিলেন বিজেপি নেতা রাহুল সিনহা। নিয়ম মেনে সেই মিছিল করার জন্য বারাবনি পুলিশের থেকে অনুমতি নেওয়া হয়নি। যে কারণে বারাবনি থানার পুলিশ রাহুল সিনহার বিরুদ্ধে মামলা করেছিলো।
বৃহস্পতিবার সেই মামলায় আসানসোল আদালতে এসে বিচারকের সামনে সশরীরে হাজিরা দিয়ে জামিন নিলেন বিজেপি নেতা। রাহুল সিনহার সঙ্গে আসানসোল আদালতে ছিলেন জেলা বিজেপির পরামর্শদাতা সুব্রত ওরফে মিঠু ঘাঁটি, জেলা সভাপতি দিলীপ দে, নির্মল কর্মকার ও প্রশান্ত চক্রবর্তী।



এদিন রাহুল সিনহা জিএসটি থেকে বিষ মদে মৃত্যু থেকে নিজের বিরুদ্ধে মামলা করা প্রসঙ্গে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসকে আক্রমণ করেন।
তিনি বলেন, আমি লোকসভা উপনির্বাচনে প্রচারে এসে বারাবনিতে গেছিলাম। সেখানে একটা মিছিল করেছিলাম পুলিশের অনুমতি না নিয়ে বলে আমার নামে মামলা হয়। সবচেয়ে বড় কথা, আমি কোন মিছিল করিনি সেদিন। শুধু বাজার দিয়ে হেঁটে গেছিলাম। তিনি বলেন, এখানে তৃণমূল কংগ্রেস তো কোন অনুমতি ছাড়াই কতো মিটিং মিছিল করে। একটাও কেস হয়? বর্তমান বাংলায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়াও যায় না। এটাই অবাক।


রাহুল সিনহা বলেন, বর্তমানে বাংলায় দুটো শিল্প চলছে। সেগুলো হলো বোম শিল্প ও মদ শিল্প। রাজ্যে তো কোন কাজ নেই। তাই এখানে ” ঢুক ঢুক পিয়ো, আর যুগ যুগ জিয়ো “। গত কয়েক দিনে দুই জেলায় বিষ মদে কতজনের মৃত্যু হলো। আগামী দিনে সব জেলায় এটা হবে। বাংলার মান আস্তে আস্তে কোথায় যায় , তা এখন দেখার।
জিএসটি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা নিয়ে রাহুল সিনহা বলেন, বাংলায় তো অলিখিত ও চোখে দেখা যায় না এমন জিএসটি চলছে। এখানে ২০ টাকার সবজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। আসল কথা এখানে তৃনমুল কংগ্রেসের তোলা জিএসটি চলছে।
আইনজীবী পীযুষ কান্তি গোস্বামী বলেন, অনুমতি না নিয়ে মিছিল করায় রাহুল সিনহার বিরুদ্ধে চলতি বছরের ৩ এপ্রিল বারাবনি থানায় একটি মামলা হয়েছিলো। পুলিশ আইনের ৩২ নং ধারায় মামলা করা হয়। এদিন রাহুল সিনহা আদালতে বিচারকের কাছে হাজিরা দিয়ে ৫০০ টাকায় বন্ডে জামিন নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *