ASANSOLBARABANI-SALANPUR-CHITTARANJAN

দেশের ১৬ তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, মিছিল, নাচে অংশ নিয়ে লাড্ডু বিলি

রানিগঞ্জের আদিবাসী পাড়ায় বিজেপি বিধায়ক অগ্রিমিত্রা পাল, নাচে অংশ নিয়ে লাড্ডু বিলি

বেঙ্গল মিরর, আসানসোল, রাজা বন্দোপাধ্যায়ঃ ( Draupadi Murmu President of India ) এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু ভারতের ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বৃহস্পতিবারই। রাষ্ট্রপতি হিসাবে দ্রৌপদী মূর্মূর এই জয়ে আসানসোল দক্ষিণ বিধান সভা রানিগঞ্জের আমরাসোঁতা পঞ্চায়েতের বাঁশরা এলাকার আদিবাসী পাড়াতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে অংশ নেন এই বিধান সভার বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে নাচে অংশ নিয়ে পায়ে পা মেলান ও লাড্ডু বিলি করেন।

বিজেপি বিধায়ক বলেন, যে তাঁর ব্যক্তিগত জীবন অসুবিধায় কেটেছে । তিনি ছেলে এবং স্বামীকে হারিয়েছেন । আজ তিনি বেঁচে আছেন শুধুমাত্র তার মেয়ের মুখ চেয়ে। কিন্তু তিনি কখনো হাল ছাড়েননি। জীবনে আসা প্রতিটি প্রতিকূলতাকে পরাজিত করে তিনি আজ দেশের রাষ্ট্রপতি হয়েছেন। যা এদেশের নারী ও নিপীড়িত মানুষের জন্য গর্ব ও অনুপ্রেরণার উৎস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা যুব মোর্চার সম্পাদক অভীক কুমার মণ্ডল, মণ্ডল, সভাপতি পরিমল মাঝি সহ অন্যান্য বিজেপি কর্মীরা।

বারাবনিতে মিছিল বিজেপি সমর্থকদের

মনোজ শর্মা , বারাবনি ঃ ভারতবর্ষে এক নম্বর নাগরিক হতে চলেছেন আদিবাসী সম্প্রদায়ের দ্রৌপদী মুরমু দোমোহানি বাজারে আজ এলাকায় কজন বিজেপির কর্মী সমর্থকদের মিছিল দেখা গেল তার সঙ্গে আদিবাসী এবং বিজেপি যারা সমর্থক ছিল তাদের মধ্যে মিষ্টি খাওয়ানো দেখা গেল যদিও এই জায়গায় বিজেপির সমর্থকদের হাতে জাতীয় পতাকা ছিল বিজেপির পতাকা দেখা যায়নি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরজিৎ রায় স্বপন রায় প্রসেনজিৎ গড়াই পিন্টু সাধু আকবর হোসেন ও বিজেপির কর্মীরা ছিলেন অনুষ্ঠান আরম্ভ হয় দমনী বাজার বিবেকানন্দ গ্রামীণ গ্রন্থাগার থেকে দহনি হাটতলা পর্যন্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *